Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছুরি দেখিয়ে বলাৎকারের চেষ্টা -বলাৎকার এড়াতে ভয় দেখানো ছুরি দিয়েই চেষ্টকারীকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৯:১৬ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০২২, ০৯:১৬ PM

bdmorning Image Preview
ছবি সংগ্রহীত


ফরিদপুরে বালু ব্যবসায়ী মো. কাউসার খানের বলাৎকারের শিকার হয়ে আসছিল এক কিশোর। শেষবারের মতো ওই কিশোরকে ছুরি দেখিয়ে বলাৎকারের চেষ্টা করেন তিনি। পরে ওই কিশোর বলাৎকার এড়াতে সেই ছুরি দিয়েই কাউসারকে কুপিয়ে হত্যা করে।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান এসপি মোহাম্মদ শাহজাহান।এর আগে শনিবার (২৬  নভেম্বর) জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গীর পদ্মার পাড় এলাকা থেকে কাউসারে লাশ উদ্ধার করে পুলিশ। তার আগে ২৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন কাউসার।

এদিকে শনিবার দিবাগত রাতে উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের ওই কিশোর তার বাবাকে আটক করে পুলিশ। সাংবাদিক সম্মেলনে আটক কিশোরের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার জানান, তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে বলাৎকারের চেষ্টা করা  হয়। তখন কিশোরাটি সেই ছুরি কৌশলে কেড়ে নিয়ে কাউসারকে কুপিয়ে হত্যা করে। 

পুলিশ সুপার জানান, এর আগে একাধিকবার কাউসার কিশোরটিকে বলাৎকার করেছিলেন।তিনি জানান, হত্যার পর ওই কিশোর তার পরিবারকে বিষয়টি জানায়। তার বাবা ঘটনার আলামত ধ্বংসের পরামর্শ দেয়। তার পরামর্শে কাপড় ও মোবাইল পুড়িয়ে ধ্বংসের চেষ্টা ও কাউসারের ব্যবহৃত মোটরসাইকেলটি সংশ্লিষ্ট উপজেলার বাইরে সদর উপজেলার মধ্যে ফেলে দেয়া হয়।

পুলিশের দাবি, এমন পরামর্শ দেওয়ায় তাকেও আটক করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসাইন, সুমন রঞ্জন সরকার, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মণ্ডল প্রমুখ। 

 

Bootstrap Image Preview