Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে জ্বালানি দেবে ব্রুনাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০১:২১ AM
আপডেট: ১৭ অক্টোবর ২০২২, ০১:২১ AM

bdmorning Image Preview


বিশ্বে শান্তির আবাস হিসেবে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়াহ রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছেন। ব্রুনাইয়ের সুলতানের সফরে দুই পক্ষের মধ্যে পাঁচ ইস্যুতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-জ্বালানি সঙ্কটের এই সময়ে ব্রুনাই বাংলাদেশে তরলীকৃতপ্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সহযোগিতা করবে। এ ছাড়া দুই শীর্ষ নেতার বৈঠক শেষে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে যৌথ বিবরণী প্রকাশ করা হয়, যেখানে ২২টি দফা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়াহ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে রোববার বৈঠক হয়। বৈঠক শেষে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে পাঁচ ইস্যুতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এগুলো হলো-দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চুক্তি, জনশক্তি রফতানি এবং কর্মসংস্থানবিষয়ক সমঝোতা স্মারক, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সমঝোতা, নাবিকদের প্রশিক্ষণ, সনদ এবং ওয়াচকিপিংয়ের স্ট্যান্ডার্ডসংক্রান্ত ১৯৭৮ সালের আন্তর্জাতিক কনভেনশনের আওতায় ইস্যু করা সনদের স্বীকৃতিবিষয়ক সমঝোতা সই। সর্বশেষ সমঝোতা সই করার বিষয়টি হচ্ছে, বাংলাদেশে হালাল ফুড ইকোসিস্টেম প্রতিষ্ঠা এবং ব্রুনাই হালাল ফুডস ব্র্যান্ডের পণ্য উৎপাদন ও প্যাকিংয়ের সহযোগিতার বিষয়ে ব্রুনাইয়ের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঘানিম ইন্টারন্যাশনাল করপোরেশন এবং বাংলাদেশের বেসরকারি খাতের জেইএস ট্রেডিং কোম্পানির  দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত যৌথ বিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়াহ বাংলাদেশে ১৫ ও ১৬ অক্টোবর রাষ্ট্রীয় সফর করন। ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম বাংলাদেশ সফর। সুলতান হাজি হাসান আল বলকিয়াহকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দুপুরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে সুলতানকে ২১ বার তোপধ্বনিসহ গার্ড অব অনার এবং লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দর থেকে সুলতান সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন সুলতান হাজি হাসান আল বলকিয়াহ। সেখানে তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন ব্রুনাইয়ের সুলতান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সুলতানের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের আনুষ্ঠানিক বৈঠক আন্তরিক পরিবেশে হয়। বৈঠকে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফরের কথা স্মরণ করা হয় এবং দুই পক্ষের সব সম্পর্ক নিতে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই পক্ষের সম্পর্ক এগিয়ে নিতে সিদ্ধান্ত হয়। বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে বৈঠকে দুই দেশের দুই শীর্ষ প্রধান সন্তোষ প্রকাশ করেন। সফরে ব্রুনাইয়ের সুলতান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন। সফরে দুই দেশের জনগণ এবং দুই দেশের সরকারি সংস্থাগুলোর সঙ্গে আরও সংযোগ সৃষ্টিতে দুই নেতা একমত পোষণ করেন। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে দুই পক্ষ সম্মত হয়। দুই পক্ষই হালাল খাদ্য সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুবিধা নিতে বাংলাদেশের পক্ষ থেকে ব্রুনাইকে আহ্বান জানালে ব্রুনাই তা বিবেচনার আশ্বাস দিয়েছে।

যৌথ বিবরণীতে বলা হয়, বাংলাদেশে ক্রমাগত জ্বালানি চাহিদা বাড়ায় ব্রুনাই এই খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে অঙ্গীকার করেছে। দুই পক্ষই দীর্ঘ মেয়াদে জ্বালানি রফতানিতে নতুন পথ বের করার জন্য একমত পোষণ করে, বিশেষ করে বাংলাদেশে এলএনজি এবং অন্য পেট্রোলিয়াম পণ্য রফতানিতে সহযোগিতার বিষয়ে একমত প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রবাসী কর্মীদের প্রশংসা করেছে ব্রুনাই। জনশক্তি খাতে আন্তর্জাতিক মান এবং নৈতিক অভিবাসন মেনে চলতে দুই পক্ষ একমত প্রকাশ করেছে। কৃষি, প্রাণী ও মৎস্য সম্পদ খাতে দুই পক্ষের সম্পর্ক আরো নিবিড় করতে আগামী নভেম্বরে ব্রুনাইয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক করতে সম্মত হয়েছে। দুই পক্ষ নিজেদের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা ও দুর্যোগ খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এ ছাড়া বাংলাদেশে সাময়িক আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের স্বেচ্ছায় দ্রুত প্রত্যাবাসনে ব্রুনাই রাজনৈতিক সহায়তা দেবে বলে সম্মত হয়েছে।

Bootstrap Image Preview