Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইডেন কলেজে ১৮ বছর বয়সী তরুণের বিষ পান, হাসপাতালে মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০১:৪৪ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০২২, ০১:৪৪ PM

bdmorning Image Preview


রাজধানীর ইডেন মহিলা কলেজের ক্যান্টিন বয় করিম হোসেন মারা গেছেন। ১৮ বছর বয়সী ওই তরুণ বিষ পানের পর হাসপাতালে মারা যান বলে থানায় জানিয়েছেন সহকর্মীরা।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতের সহকর্মী ও স্বজনরা সকালে থানায় এসে এসব তথ্য  জানিয়েছেন।

মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বাকি ব্যবস্থা নেওয়া হবে।  

করিম ইডেনের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে রাসেল অ্যান্টারপ্রাইজের ক্যান্টিন বয় হিসেবে কর্মরত ছিলেন। হলের ভেতরে একটি কক্ষে থাকতেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৫ অক্টোবর) করিম হোসেন বাইরে থেকে কীটনাশক পান করে বমি করতে করতে হলের ভেতরের গেটের কাছে এসে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিবাগত রাতে তার মৃত্যু হয়। তবে কী কারণে কীটনাশক পান করেছেন- সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

মৃতের ভগ্নিপতি মো. সোহেল জানিয়েছেন, মৃত করিম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাগমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বলেন, ‘আমি সংবাদ শুনে এসেছি। শুনেছি সে কীটনাশক পান করে মারা গেছে। 

Bootstrap Image Preview