Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে বিএনপির সমাবেশে ভাঙচুরের ভয়ে বাস বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০১:১০ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০২২, ০১:১০ PM

bdmorning Image Preview


ময়মনসিংহে বিএনপির গণসমাবেশ যতক্ষণ চলবে ততক্ষণই গণপরিবহন বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান। শনিবার বেলা ১২টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ইচ্ছে করে গণপরিবহন বন্ধ রাখিনি। বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা গণপরিবহনে আসবেন। গণপরিবহনের মালিকরা ভয় পাচ্ছেন।

‘গণপরিবহন মালিকরা আশঙ্কা করছেন, হঠাৎ পরিস্থিতি খারাপ হলে গাড়ি ভাঙচুরসহ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে। তাই গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। বিএনপির সমাবেশ যতক্ষণ চলবে, ঠিক ততক্ষণই গণপরিবহন বন্ধ থাকবে।’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং পুলিশ ও দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মীদের মৃত্যু, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার দুপুর ২টায় ময়মনসিংহে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

এই সমাবেশ উপলক্ষে নগরীর সার্কিট হাউস মাঠে গত ৬ অক্টোবর প্রশাসনের অনুমতি চেয়ে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সমাবেশ করার অধিকার আমাদের রয়েছে। আর মাত্র এক দিন বাকি থাকলেও প্রশাসন অনুমতি দেয়নি।’

পরে নির্ধারিত স্থানে প্রশাসনের অনুমতি না পেয়ে ময়মনসিংহ পলিটেকনিকাল ইনস্টিটিউট মাঠে গণসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু বলেন, ‘বাস-ট্রাক কিছুই ভাড়া পাওয়া যাচ্ছে না। এ জন্য শত শত নেতা-কর্মী হেঁটে ময়মনসিংহে এসেছে। আওয়ামী লীগ শহরজুড়ে মহড়া দিয়ে উসকানি দিচ্ছে।’

এদিকে বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস মাঠে প্রস্তুত হয়েছে মঞ্চ। দুপুর ২টায় সমাবেশের সময় নির্ধারিত থাকলেও শনিবার ভোর থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে হাজির হয়েছেন। অনেকে মঞ্চের সামনের মাঠ দখলে রাখতে প্রখর রোদের মধ্যে অবস্থান নিয়েছেন।

এছাড়া বেশির ভাগ নেতাকর্মী পাশের সড়কসহ আশপাশে অবস্থান করছেন। পথে বাধা পেরিয়ে আসা নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন সমাবেশস্থলে। বর্তমানে নগরীর চরপাড়া ও মাসকান্দা এলাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দখলে।

বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, শুক্রবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে দূরপাল্লার বাস। এতে ভেঙে ভেঙে ছোট ছোট যানবাহন দিয়ে আসতে হয়েছে তাদের। তবুও পথে পথে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের বাধার সম্মুখীন হতে হয়েছে।

চাল, ডাল, জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিমসহ পাঁচজনকে হত্যার প্রতিবাদে, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই গণসমাবেশের ডাক দেয় বিএনপি। গত ৬ অক্টোবর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি চায় দলটি। তবে প্রশাসন অনুমতি না দিয়ে সমাবেশের জন্য পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রাবাস মাঠ নির্ধারণ করে দেয়।

Bootstrap Image Preview