Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাবেক সেনাসদস্যকে প্রেমের ফাঁদ ফেলে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার চার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২২, ০৪:৪৮ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০২২, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
ছবি সংগ্রহীত


অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে খুনের ঘটনায় বগুড়ায় প্রতারক চক্রের দুই নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প।বগুড়া র‌্যাবের কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান রোববার (৯ অক্টোবর) সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাজাহানপুরের গণ্ডগ্রামের মোছা. সোমা আক্তার লিয়া (২৫), নন্দীগ্রামের রনবাগা এলাকার মোছা. রোফা আক্তার রোপা (২০), শাজাহানপুরের লতিফপুরের তাইজুল ইসলাম ও গাবতলী কালাইহাটার আব্দুর রাজ্জাক।স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমা আক্তারকে শহরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে তাইজুলকে শেরপুর, রোপাকে মাঝিড়া ও রাজ্জাককে মাদলা ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোপা প্রেমের ফাঁদ ফেলে সাবেক সেনাসদস্য জাকিরকে কৈগাড়ী এলাকার একটি বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে সোমা আক্তার আগে থেকেই অবস্থান করছিলেন। জাকির বাড়িতে প্রবেশ করলে অন্তত আট থেকে দশজন তাকে জিম্মি করে টাকা আদায় করে। এদের মধ্যে তাইজুল ও আব্দুর রাজ্জাক ছিলেন। 

র‌্যাব কমান্ডার বলেন, সহজে টাকা আয়ের লোভে মেয়েরা এ কাজে জড়িয়ে পড়ে। তবে প্রতারক চক্র কোনো মেয়েকে দিয়ে এক নাগাড়ে তিন থেকে চার মাসের বেশি কাজে লাগায় না। এ চক্রের হোতাদের একজন গ্রেপ্তার আব্দুর রাজ্জাক। তবে মূল হোতা আরও আছে। আর তারা রোপাকে দিয়ে বিভিন্ন মানুষদের টার্গেট করতেন। আমরা জানতে পেরেছি রোপার মাধ্যমে অন্তত পাঁচজন মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়েছেন। তৌহিদুল মবিন খান আরও জানান, গ্রেপ্তারদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া র‍্যাবের তদন্ত চলমান রয়েছে। এই প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হবে। 

মামলার তদন্ত কর্মকর্তা কৈগাড়ী ফাঁড়ির এসআই হাসান হাফিজুর রহমান বলেন, শনিবার প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের কাছে তারা অপরাধ স্বীকার করেছেন। সাবেক সেনাসদস্য জাকির হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা হয়েছিল। তবে তদন্তে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার (৭ অক্টোবর) রাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল জাকির হোসেন প্রতারকদের হাত থেকে পালাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে শাজাহানপুরে মামলা করেন।

 

Bootstrap Image Preview