Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরছিলেন আটক ৩ ব্যক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পূর্ব সুন্দরবনের ডুমুরিয়া এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় বনকর্মীরা বিষের বোতলসহ আটক করেছে তিনজনকে । এ সময় মাছধরার কাজে ব্যাবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

আটকৃতরা হচ্ছেন, শাহজালাল খা (২৮), নিরু হাওলাদার (৩৫) ও আরিফ হাওলাদার (২০)। তাদের বাড়ি মঠবাড়ীয়ার ভাইজোড়া গ্রামে। এ সময় বনরক্ষীরা একটি ট্রলার ও তিন বোতল কীটনাশক জব্দ করেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডুমুরিয়া ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুন্দরবনের মান্দারগাছিয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে এগিয়ে গিয়ে তিন ব্যক্তিকে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। তাদের বিরুদ্ধে বনমামলা দিয়ে আদালতে চালান করা হবে বলে জানান ডিএফও।

Bootstrap Image Preview