Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় উড়লো রিকশা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩ AM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩ AM

bdmorning Image Preview


কারওয়ান বাজার লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেললাইনের মাঝখানে আটকে যাওয়া একটি রিকশাকে উড়িয়ে নিয়ে পাশে ফেলে দিয়েছে ট্রেন। হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় চালক ও আরোহী। রবিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রেন আসার সংকেত পেয়ে নামিয়ে দেওয়া হয় দুই দিকের গেট।

কিন্তু লাইনের ফাঁকায় আটকে যায় একটি রিকশা। সে সময় এফডিসির দেয়াল ঘেঁষে একটি পুলিশভ্যান টহলরত অবস্থায় দাঁড়িয়েছিল। ভ্যান থেকে পুলিশ সদস্যরা নেমে দ্রুত যাত্রীকে নামিয়ে দেয় ও চালককে সরিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে রিকশাটিকেও টেনে সরানোর চেষ্টা করা হয়। কিন্তু ট্রেন চলে আসায় সম্ভব হয়নি।

এ সময় কমলাপুরগামী একটি ট্রেন রিকশাটিকে উড়িয়ে নিয়ে সিগন্যাল কেবিনের পাশে ফেলে দেয়। রিকশার সামনের চাকা বিপরীতপাশে ছিটকে খাদে চলে যায়।  

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটি একটি ব্যাটারিচালিত রিকশা ছিল, ফলে অল্পবয়সী কিশোরচালক রেললাইন অতিক্রম করতে পারছিল না। দুই লাইনের মাঝে চাকা আটকে যায়।  

পুলিশ সদস্য তাওফিক বলেন, রিকশা লাইনের মাঝে আটকে যাওয়ায় আমরা যাত্রী ও চালককে সরিয়ে দেই এবং রিকশাটিকে সরানোর চেষ্টা করি, এর মধ্যেই ট্রেন চলে আসে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

রিকশাচালকের নাম শাহীন। তার বয়স ১৪ বলে জানায়। কদিন আগে কুমিল্লা থেকে এসে মালিকের কাছ থেকে রিকশাটি নিয়ে চালাচ্ছিল।

Bootstrap Image Preview