Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় মুসলিম ক্রিকেটার ইরফান পাঠান এয়ারপোর্ট হেনস্থার শিকার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০৮:০২ PM
আপডেট: ৩১ আগস্ট ২০২২, ০৮:০২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


স্ত্রী-সন্তানসহ দুবাই যাওয়ার সময় মুম্বাই এয়ারপোর্টে হেনস্থার শিকার হয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইরফান পাঠান। ‘ভিসতারা’ নামে একটি বিমান কোম্পানির তরফ থেকে তিনি হেনস্থার শিকার হন বলে অভিযোগ উঠেছে। তবে কোম্পানিটি প্রতিশ্রুতি দিয়েছে অভিযোগের তদন্ত করবে তারা।

গত শনিবার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভিসতারা এয়ার লাইনস কর্মকর্তারা ইরফান পাঠানকে হেনস্থা করে। পরে বিষয়টি শিকার করে কর্তৃপক্ষ সমস্যা সমাধানের প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে বলে নিশ্চিত করেছে।

গত বুধবার মাইক্রো ব্লগিং প্লাটফর্মে নিজের তিক্ত ও অপমানজনক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতের মুসলিম এই ক্রিকেটার লিখেছেন, আজ মুম্বাই থেকে দুবাই যাওয়ার জন্য ভিসতারা ফ্লাইট ইউকে-২০১-এ সফর করার কথা ছিল। চেক-ইন কাউন্টারে আমাদের ভয়াবহ হেনস্থার শিকার হতে হয়েছে। কাউন্টারের স্টাফ অন্যায়ভাবে জোরপূর্বক আমাদের টিকেটের ক্লাস নিম্নমানের করে দিতে চাচ্ছিল! অথচ পূর্বে থেকেই সঠিকভাবে আমাদের টিকেট বুকিং দেয়া ছিল। চেক-ইন কাউন্টারে আমাদেরকে প্রায় দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়! আমার সাথে স্ত্রী ও ছোট দুই সন্তান ছিল। ফলে তারা ভীষণ কষ্টের সম্মুখীন হয়েছে।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই মুসলিম পেসার আরো জানিয়েছেন, চেক-ইন কাউন্টারের স্টাফদের ব্যবহার খুব জঘন্য। আমার বুঝে আসছে না, এই বিমান কর্তৃপক্ষ কিভাবে এমন কর্মকর্তাদের প্রশ্রয় দেয়! আমি সংশ্লিষ্ট প্রশাসনকে আনুরোধ করব, এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। অন্য কাউকে যেন আমার মতো হেনস্থার শিকার না হতে হয়।

Bootstrap Image Preview