Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোনো মন্তব্য নয়, প্রমাণ হবে মাঠে ;মেহেদি হাসান মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২, ০৭:৫৯ PM
আপডেট: ২৯ আগস্ট ২০২২, ০৭:৫৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের শোচনীয় হারের পরও বাংলাদেশ দল নিয়ে অনেকটা ‘ঔদ্ধত্যপূর্ণ’ মন্তব্য করেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা।আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রান ও ৫৯ বল বাকি থাকতে নাস্তানাবুদ হওয়ার পর লংকান অধিনায়কের এমন মন্তব্য সহজভাবে নিতে পারছেন না ক্রীড়ামোদিরা। শানাকা বলেন, বাংলাদেশে মোস্তাফিজ ও সাকিব ছাড়া আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ ম্যাচ সহজ হবে। বাংলাদেশকে হেয় করে শানাকার সেই বিস্ফোরক মন্তব্যের একদিন পরে জবাব দিলেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দুবাইয়ে আজ অনুশীলন শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন, কোনো মন্তব্য নয়, প্রমাণ হবে মাঠে।

এ বিষয়ে মিরাজ বলেন, ‘আসলে ভালো-খারাপ এটা মাঠে প্রমাণ হবে। দেখেন, একটা ভালো দল যখন খারাপ খেলে ম্যাচ তখন হেরে যায়, আবার খারাপ দল যখন ভালো খেলে তখন তারা ম্যাচ জয়লাভ করে, এটাই স্বাভাবিক। আমি বলতে চাই না এরা ভালো, তারা খারাপ। সব মাঠেই প্রমাণ হবে। আমরা ভালো ক্রিকেট খেললে সবাই জানবে আমরা ভালো খেলছি, সুতরাং আগে থেকে কিছু না বলে মাঠে ভালো ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ।’শোচনীয় হারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে শ্রীলংকার।  এতে নেট রানরেটেও অনেক পিছিয়ে পড়েছে তারা। এখন গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতলেও তাদের সুপার ফোরে খেলা নিশ্চিত নয়।  তাই বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচটা হবে বাঁচা-মরার লড়াই।

এদিকে আজ শারজায় বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বাঁচা-মরার ম্যাচ না হলেও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হিসেবে গুরুত্ব দিচ্ছেন মিরাজ।  তিনি বললেন, ‘একটা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ হলো প্রথম ম্যাচটা। টুর্নামেন্টে কত দূর যাবো এটা প্রথম ম্যাচেই বলে দিবে, যে কারণে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো প্রথম ম্যাচটা জয়লাভ করে এগিয়ে যাওয়ার জন্য।

এক-দুজনের পারফরম্যান্স দিয়ে নয়; দলের সবার সামগ্রিক পারফরম্যান্সেই জয় পাওয়া সম্ভব বলে মনে করেন মিরাজ।এ স্পিন-অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ দল ভালো খেলে যখন সবাই মিলেই পারফর্ম করে।  ব্যাটারকে রান করতে হবে, বোলারকে বোলিংয়ে ভালো করতে হবে। ফিল্ডিংও ভালো করতে হবে।  তাছাড়া এরকম টুর্নামেন্টে এক-দুইজন পারফর্ম করে কখনো ম্যাচ জেতানো যায় না। সবাইকে ভালো খেলতে হবে একটা দল হয়ে।’

Bootstrap Image Preview