Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন ডেপুটি স্পিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ০৪:০২ PM
আপডেট: ২৮ আগস্ট ২০২২, ০৪:০২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


১১তম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে বিকেলে। এই অধিবেশনে নির্বাচন করা হবে সংসদের ডেপুটি স্পিকার। রোববার (২৮ আগস্ট) বিকেল পাঁচটায় এ অধিবেশন শুরু হবে।

অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসবে একাদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির নবম বৈঠক। সংসদের দিনের কার্যসূচির শুরুতে রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর আজই বঙ্গবভবনে শপথ অনুষ্ঠিত হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। ডেপুটি স্পিকার হিসেবে আওয়ামীলীগ থেকে পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মনোনয়নের বিষয়টি দলীয় সূত্র করেছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়।

Bootstrap Image Preview