Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ের আগে যৌন সঙ্গম না করাই আসল ভালবাসা, এমন মন্তব্যে বিতর্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১১:৩৭ AM
আপডেট: ২৩ জুন ২০২২, ১১:৩৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভ্যাটিকান সিটি প্রধান পোপ ফ্রান্সিস দাবি করেছেন, বিয়ে না হওয়া পর্যন্ত এক জন ব্যক্তি চাইলে যৌন সম্পর্কে লিপ্ত না-ও হতে পারেন। বিয়ের আগে নিজের সঙ্গীকে সঙ্গম থেকে বিরত করাই যুক্তিযুক্ত এবং সত্যিকারের ভালবাসার লক্ষণ। তাঁর এই মন্তব্যের জন্য নেট মাধ্যম ব্যবহারকারীদের কটাক্ষের মুখে পড়েছেন পোপ।-আনন্দবাজার

এই মন্তব্য করলেন রোমের বিশপ এবং ক্যাথলিক চার্চের প্রধান এবং ২০১৩ সাল থেকে ভ্যাটিকান প্রধান পোপ ফ্রান্সিস। ফ্রান্সিসের দাবি, বিয়ে না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তি চাইলে যৌন সম্পর্কে লিপ্ত না-ও হতে পারেন। সঙ্গীর যৌন সঙ্গমের ইচ্ছেকে প্রশ্রয় না দিয়ে সেই সম্পর্ককে আরও সুরক্ষিত করা যায়। ফ্রান্সিস আরও দাবি করেছেন, বর্তমানে যৌন সম্পর্কের সঙ্গে যুক্ত বিভিন্ন উত্তেজনা বা চাপের কারণে অনেকে যুগলের সম্পর্ক ভেঙে যায়।

তবে তাঁর এই মন্তব্যের জন্য নেট মাধ্যম ব্যবহারকারীদের কটাক্ষের মুখে পড়েছেন পোপ। ধ্যম ইতালীয় ধর্মতত্ত্ববিদ ভিটো মানকুসোকর মতে, এই রকম মন্তব্য করে প্রেমে যৌন মিলনের গুরুত্বকে অস্বীকার করেছেন পোপ। ক্যাথলিক চার্চ সঙ্গমের গুরুত্ব বুঝতে অক্ষম বলেও তিনি মন্তব্য করেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন পোপ ফ্রান্সিস।

Bootstrap Image Preview