Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে নিজেই মারা গেলেন আবির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২২, ০৯:৪৭ PM
আপডেট: ১৯ জুন ২০২২, ০৯:৪৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নেত্রকোনায় ত্রাণ বিতরণ করতে গিয়ে নিজেই মারা গেলেন আবির আহমেদ খান রুজেল (৩৫) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা। রুজেল জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের মানিক খানের ছেলে। রবিবার (১৯ জুন) দুপুরের দিকে উপজেলার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে ত্রাণ বিতরণকালে তিনি মারা যান।

এর আগে শুক্রবার জেলার দুর্গাপুরে আক্কাছ আলী (২৭) নামের এক স্বেচ্ছাসেবির মৃত্যু ঘটে।রুজেলের বড় ভাই আওয়ামী লীগ নেতা পাবেল খান ও স্থানীয়রা জানান, রুজেল কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার সকালে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর সহধর্মিণী অধ্যাপক অপু উকিল উপজেলার মোজাফরপুর, কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়নের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে যান। এ সময় রুজেলও ত্রাণ বিতরণকার্যে অংশ নেন।

দুপুরের দিকে নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে ত্রাণ বিতরণের একপর্যায়ে রুজেল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎষক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টার দিকে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। হার্ট অ্যাটাকে রুজেলের মৃত্যূ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবির আহমেদ খান মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন। '

Bootstrap Image Preview