Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্যার পানিতে ডুবে নিখোঁজের ২১ ঘণ্টা পর লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৮:১৬ PM
আপডেট: ১৮ জুন ২০২২, ০৮:১৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নেত্রকোনার দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে নিখোঁজের ২১ ঘণ্টা পর আক্কাস মিয়া (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। নিহত যুবক দুর্গাপুর পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামের জনৈক আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে— এ খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হন। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে প্রবল স্রোতে তার সঙ্গে থাকা তিনজনসহ তিনি নিজেও বন্যার পানিতে পড়ে যান।

পরে সঙ্গের তিনজন সাঁতার কেটে ওপরে উঠলেও নিখোঁজ হন আক্কাস আলী। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানার পুলিশকে খবর দেয়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Bootstrap Image Preview