Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্যা দুর্গত পানিবন্দি মানুষকে উদ্ধার কাজে নৌবাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০২:০০ PM
আপডেট: ১৮ জুন ২০২২, ০২:০০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বন্যা দুর্গত পানিবন্দি মানুষকে উদ্ধারে সেনাবাহিনীর পর কাজ শুরু করেছে নৌবাহিনীও। আজ শনিবার সকাল থেকে নৌবাহিনীর ৩৫ সদস্য দুটি দলে ভাগ হয়ে কাজ শুরু করেছেন। এছাড়াও দুপুরে কোস্টগার্ডের দুইটি ক্রোজ এসে পৌঁছার কথা রয়েছে। আজ শনিবার সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার কাজে অংশ নিতে বিকেলের মধ্যে নৌবাহিনীর ৬০ জনের আরেকটি দল আসছে। তাদের একটি সুনামগঞ্জে, আরেকটি সিলেটে কাজ করবে। এছাড়া বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার উদ্ধার কাজে নিয়োজিত থাকবে।এর আগে গতকাল শুক্রবার রাতেই নৌবাহিনীর ৩৫ সদস্যের একটি ডুবুরি দল সিলেট এসে পৌঁছায়। আজ সকাল থেকে তারা দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করছেন। একটি দল সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে এবং একটি দল কোম্পানীগঞ্জে গেছে। এছাড়া সেনাবাহিনী সিলেট সদর, কোম্পানীগঞ্জ এবং গোয়ইনঘাটে কাজ করছে।

গতকাল থেকেই সিলেট এবং সুনামগঞ্জে উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকেল থেকে তারা সিলেটের ৩টি উপজেলা ও সুনামগঞ্জের ৫টি উপজেলায় উদ্ধার কাজে নামেন।

Bootstrap Image Preview