Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোটরসাইকেল দুর্ঘটনায় ঈদ যাত্রা শেষ দুই বন্ধুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০৪:৫৩ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০২২, ০৪:৫৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানীতে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও খুলনার খালিশপুরের আব্দুর রহমানের ছেলে আবদুর রহিম মাসুদ (২০) ও তার বন্ধু শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজের ছাত্র আতিকুল ইসলাম (২১)। কাশিয়ানী থানার উপপরিদর্শক সজীব কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবদুর রহিম ও আতিকুল ইসলাম মোটরসাইকেলে ঢাকা থেকে খুলনায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক আবদুর রহিম নিহত হন। পরে স্থানীয় লোকজন আতিকুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

এদের দুজনের বাড়ি খুলনার খালিশপুরের মুজগুন্নী এলাকায়। পরে নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview