Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে চুল খাবারে পড়বে, সে চুল কেন মাথায় থাকবে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০৪:২০ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০২২, ০৪:২০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


খাবারে চুল পাওয়ার মতো একটি ঘটনার জেরে ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে উঠেছে স্বামী এহসান ওরফে মামুনের বিরুদ্ধে। নির্যাতিত স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলেও অজ্ঞাত কারণে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে স্বামী, উল্টো স্ত্রীর পরিবারকেই দিচ্ছেন নানা হুমকি। পুলিশ বলছে, আসামি পলাতক! গ্রেপ্তারে চলছে জোর তৎপরতা। এ ঘটনায় নির্যাতনকারী স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, ১৩ বছর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মধুপুর বোয়ালিয়া গ্রামের দরিদ্র কৃষকের মেয়ে সবুরা খাতুনের সঙ্গে নওয়াপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে এহসান ওরফে মামুনের বিয়ে হয়। বিয়ের কয়েক বছরের মাথায় যৌতুকের দাবিসহ নানা তুচ্ছ কারণে অকারণে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন করছেন বলে অভিযোগ স্বামীর বিরুদ্ধে।  

নির্যাতনের শিকার সবুরা খাতুন জানান, গত কয়েক বছর ধরে নানা কারণে তার স্বামী প্রায়ই অমানবিক নির্যাতন করে। চলতি বছরের ১৭ মার্চ দুপুরে মামুন ভাত খাওয়ার সময় প্লেটে মাথার চুল পায়। এ বিষয় নিয়ে তাঁর ওপর নেমে আসে বর্বর নির্যাতন। একপর্যায়ে জোর করে ব্লেড দিয়ে তাঁর মাথার চুল ন্যাড়া করে দেয় মামুন। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে এমন নির্যাতন সহ্য করেও স্বামীর বাড়িতেই রয়ে যান তিনি। কিন্তু গত ৬ এপ্রিল দুপুরে আবারো অমানবিক নির্যাতন ও প্রচণ্ড মারপিট করে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন চিকিৎসা নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন তিনি। নির্যাতন থেকে মুক্তি ও সুষ্ঠু বিচার পেতে ৭ এপ্রিল রুহিয়া থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন সবুরা।

সবুরার বাবা হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় ৭ এপ্রিল রুহিয়া থানায় মামলার পর ছয় দিন পেরিয়ে গেলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মামুন। উল্টো স্ত্রীসহ তার পরিবারকে দিচ্ছে নানা হুমকি-ধমকি। এমন যেন সমাজে আর না ঘটে, তাই প্রশাসনের কাছে নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করেন তিনি।

স্থানীয় ঢোলার হাট ইউপি সদস্য হোসেন আলী বলেন, এহসান মামুন এর আগেও অনেকবার তাঁর স্ত্রীর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন। তাঁদের সংসার যেন না ভেঙে যায় সেটা বিবেচনা করে পরবর্তীতে স্থানীয়ভাবে সালিস করে দেওয়া হয়েছে। এবার মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় অভিযোগে তাঁর স্ত্রী আমার কাছে বিচার চাইতে এলে আমি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিই।

অভিযুক্ত মামুন বলেন, মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ সত্য নয়। তাঁকে ফাঁসাতেই তাঁর স্ত্রী নিজের চুল নিজেই কেটে মিথ্যা মামলা দায়ের করেছে।

ঠাকুরগাঁও রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, একটি মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত স্বামী এহসান মামুন পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে ধরতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

Bootstrap Image Preview