Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জমির ভাগ নিয়ে ঝগড়ায় মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০৪:১৩ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০২২, ০৪:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চুয়াডাঙ্গা জীবননগরে পারিবারিক কলহের জেরে মেয়ের ধাক্কায় বাবা নুরু ব্যাপারীর (৭০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে নাসরিন আক্তারকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভার ৪নং ওয়ার্ড মহানগর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর মহানগর উত্তরপাড়ার মৃত বাহাউদ্দীন ব্যাপারীর ছেলে নূরু ব্যাপারীর সঙ্গে বড় মেয়ে নাসরিন আক্তারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার রাতে মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে বাবা নুরু ব্যাপারী ও মা সাহিদা খাতুনের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় মেয়ে নাসরিন বাবাকে ধাক্কা দিলে নুরু ব্যাপারী পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে নাসরিন আক্তারকে আটক করে।

জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, জমিজমা ভাগাভাগিকে কেন্দ্র করে বাবা ও মেয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বাবাকে ধাক্কা দিলে নুরু ব্যাপারী পড়ে গিয়ে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত নাসরিন আক্তারকে পুলিশ আটক করেছে।

Bootstrap Image Preview