Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও চীন সীমান্তের কাছে যুদ্ধের মহড়া চালালো ভারতীয় সেনারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০১:৫৪ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০২২, ০১:৫৮ PM

bdmorning Image Preview


ভারত-বাংলাদেশ ও ভারত-চীন সীমান্তের খুব কাছে যুদ্ধের মহড়া চালিয়েছেন ভারতীয় সেনারা। বাংলাদেশ সীমান্তের কাছে তিস্তা ফায়ারিং রেঞ্জে এই মহড়া চালায় তারা। এসময় শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী মর্টার সেল, বোফর্স কামান, কখনও বা হেলিকপ্টার থেকে ফায়ারিং করে প্রকৃত যুদ্ধের পরিবেশ তৈরির চেষ্টা করা হয়। খবর news18। 

মূলত ভারতীয় সেনাবাহিনীর ৩৩ ত্রিশক্তি কোরের অন্তর্গত তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ (টিএফএফআর) শক্রপক্ষের মোকাবিলায় কতটা দক্ষ ভারতীয় সেনাবাহিনী তারই মহড়া ও অস্ত্র প্রদর্শনী করেছে।

হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, যুদ্ধক্ষেত্রে পরিণত ডুয়ার্স, যুদ্ধের কৃত্তিম পরিস্থিতি সামনা সামনি প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, ডিআইজি, সেনা কর্মকর্ত সহ স্থানীয় ছাত্র-ছাত্রীরাও।

এর আগে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র প্রদর্শনী দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের। এ দিনের মহড়ায় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ, জেনারেল অফিসার কমান্ডিং ত্রিশক্তি কোর, বিন্নাগুড়ি সেনা ছাউনির জিওসি প্রবীণ ছাবরা, উত্তরবঙ্গের বিএসএফ- এর আইজি অজয় সিং, এসএসবি-এর জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি পরিক্ষিত বেহেরা,জ লপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ অন্যান্যরা।

সেনাবাহিনীর এই মহড়াটি ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, প্রশাসন এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা ভারতীয় সেনাবাহিনীর। এদিনে মহড়া দেখানোর জন্য এনসিসি সহ স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আসা হয়।

Bootstrap Image Preview