Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি কর্মকর্তা সেজে সেতু নিয়ে গেলো একদল চোর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১২:০২ PM
আপডেট: ১১ এপ্রিল ২০২২, ১২:০২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের বিহার রাজ্যের রোহতক জেলায় আস্ত একটি সেতু চুরির ঘটনা ঘটেছে। একদল চোর সরকারি কর্মকর্তা সেজে দিনদুপুরে লোহার তৈরি ৬০ ফুট লম্বা একটি সেতু কেটে নিয়ে গেছে। পুলিশ জানায়, চোরেরা নিজেদের সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন, পিকআপ ভ্যান, গ্যাস কাটার ও যানবাহন নিয়ে আসে এবং ৩ দিনের মধ্যে পুরো ব্রিজ কেটে উধাও হয়ে যায়।

গ্রামবাসীরা জানিয়েছে, দুর্বৃত্তরা পিকআপ ভ্যান, গ্যাস ব্যবহার করে ধাতব পদার্থ কাটার যন্ত্র ও অন্যান্য যন্ত্র নিয়ে বিক্রমগঞ্জে যান। তারপর তারা সরকারের সেচ দপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তারা তিন দিন ধরে ওই সেতুটি কেটে টুকরা টুকরা করেন। এরপর সেগুলো নিয়ে সটকে পড়েন।

এ প্রসঙ্গে বিহারের সেচ দপ্তরের প্রকৌশলী আরশাদ কামাল শামশি বার্তা সংস্থা এএনআইকে বলেন, ওই গ্রামের কয়েকজন বাসিন্দা তাকে জানিয়েছেন, ওই ব্যক্তিরা নিজেদের সেচ দপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এরপর একটি খালের ওপর থাকা পুরো সেতুটি খুলে নিয়ে যান। প্রকৌশলী আরশাদ কামাল বলেন, এ ঘটনার পর সেখানে থানায় অভিযোগ (এফআইআর) করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সেতুটি ১২ ফুট প্রস্ত। সেতুটি তৈরি করা হয়েছিল ১৯৭২ সালে। সেতুতে ব্যবহৃত লোহার ওজন প্রায় ৫০০ টন।

Bootstrap Image Preview