Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেহরিতে পঁচা ভাত খেয়ে রোজা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ০৩:৩০ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০২২, ০৩:৩০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সেহরিতে পঁচা ভাত পরিবেশনের অভিযোগ ও খাবারের মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (৩ মার্চ) বিকেল ৫টায় হলের সামনে এই মানববন্ধন করেন তারা। এসময় শিক্ষার্থীরা ক্যান্টিন চালু করা, ডাইনিংয়ের খাবারের মান বাড়ানো, ইলেকট্রিক সমস্যা সমাধান, আসবাবপত্রের সমস্যা সমাধান, হল সুপারের কর্তৃত্ববাদী আচরণ নির্মূলসহ বিভিন্ন দাবি পেশ করেন।

এছাড়া শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রায় দুই সপ্তাহ ধরে হলের ক্যান্টিন বন্ধ রয়েছে ও হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই নিন্মমানের। আর সেহরিতে ডাইনিংয়ে পঁচা ভাত পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা আরো অভিযোগ করেন, হল প্রভোস্ট শিক্ষার্থীদের অসুবিধার কোন খোঁজ খবর রাখেন না। হল সুপার শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন।

মানববন্ধনে চারুকলা বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুলফিসাহ রাবেয়া মুমু বলেন, ‘হল প্রশাসন আমাদের দেখভালই করে না। তাদের কাছে কোন সমস্যা প্রতিকার চাইলে নতুন হলের দোহায় দিয়ে তা ফেলে রাখে। হল সুপার কর্তৃত্ববাদী আচারণ করে। তাদের কর্তৃত্ববাদী আচরণ পরিবর্তন করতে হবে। আমাদের দাবি মেনে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের পঁচা-বাসি মানহীন খাবার খেয়ে বেঁচে থাকা সম্ভব না।’

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী নারমিন সুলতানা উপমা বলেন, ‘হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই নিন্মমানের৷ এই বিষয়ে অভিযোগ করলে হল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সমস্যা হলে রান্না করে খাও। হয়তো তারা খাবারের মান ঠিক করবে নয়তো রাতে হলের গেট খোলা রাখতে হবে ৷ যাতে বাইরে থেকে খেয়ে আসতে পারি। কারণ পঁচা খাবার খেয়ে সাহরি করা সম্ভব না।’

এ বিষয়ে ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান বলেন, ‘হলের এই সমস্যার কথা শিক্ষার্থীরা আমাকে আগে জানায়নি। আমি মাত্র জানলাম। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করব।’

Bootstrap Image Preview