Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়ের মরদেহ কাঁধে ১০ কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরলেন ভারতীয় বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ০৪:০৩ PM
আপডেট: ২৬ মার্চ ২০২২, ০৪:০৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সাত বছরের মেয়ের মরদেহ কাঁধে নিয়ে চিকিৎসাকেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন এক ব্যক্তি।  সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর টনক নড়েছে স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের।

ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও ঘটনাটি তদন্তের নির্দেশও দিয়েছেন।  ছত্তিশগড়ের সরগোজা জেলার ঈশ্বর দাস নামের ওই ব্যক্তির সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। গতকাল শুক্রবার সকালে তাকে লক্ষণপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তার বাবা।  রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে। এ বাপারে পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আমরা তার পরিবারের সদস্যদের জানিয়েছি যে লাশ বহনকারী একটি গাড়ি দ্রুত পৌঁছাবে। গাড়িটা ৯টা ২০ মিনিটের দিকে পৌঁছে যাবে। কিন্তু তারা মেয়েটির মৃতদেহ নিয়ে বেরিয়ে যান।

কাল সকালেই মারা যায় মেয়েটি। মরা মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় না পেয়ে কাঁধে করেই রওনা দেন বাবা। ১০ কিলোমিটার পথ হেঁটে অবশেষে বাড়ি ফেরেন ওই ব্যক্তি।

Bootstrap Image Preview