Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরল রোগে পাথরের মতো শক্ত হয়েছে আঙুল (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১২:১৬ AM
আপডেট: ১৭ মার্চ ২০২২, ১২:১৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আঙুলের রং দেখতে কালচে, যেন পরিণত হয়েছে শিলাখণ্ডে। প্রথম দেখায়, মনে হবে-যেন আগুনে পুড়েছে আঙ্গুল, হয়েছে পাথরের মতো শক্তি। ভাসকোলাইটিজ নামে এমনই এক রোগে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার নুরুল আমিন। চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি বিরল ব্যাধি। চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব পরিবারটি।

ব্রাহ্মণবাড়িয়ার রাজঘর গ্রামের বাসিন্দা নুরুল আমিন। চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ তার আঙুলে প্রচণ্ড ব্যাথা অনুভূত হয়। আস্তে আস্তে পাল্টাতে থাকে রং। একসময় দুই হাতের বৃদ্ধাঙ্গুলি বাদে বাকিগুলো হয়ে পড়ে বিবর্ণ, সাথে পাথরের মতো শক্ত। চিকিৎসা নিতে নুরুল ছুটে আসেন ঢাকায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে চিকিৎসা নিয়েছেন নুরুল আমিন। পরীক্ষা-নিরীক্ষায় ধরাও পড়ে রোগটি। জানা যায়, এর নাম ভাসকোলাইটিজ। এটি একটি বিরল রোগ।

ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক ডা. ফাইজুর রহমান বলেন, হাতের আঙুলের যে রক্তনালিগুলো আছে সেগুলো অতিমাত্রায় ইনফেকশনের শিকার হয় তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এই রোগকে আমরা বলি ভাসকোলাইটিজ। এচি অনেক সময় ধূমপানের করণে হয়। তবে বেশির ভাগ সময়ই কোনো ছাড়াই এমন সমস্যার সৃষ্টি হয়।

অসুখ ধরা পড়ায় এখন কোনো কাজই করতে পারছেন না নুরুল। উল্টো চিকিৎসা করাতেই নিঃস্ব তিনি। তিন সন্তান আর স্ত্রী নিয়ে সাজানো সংসার এখন ওলটপালট। দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে সবার সহযোগিতা চেয়েছেন নুরুল আমিনের পরিবার।

 

Bootstrap Image Preview