Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউক্রেনের বিশেষ অভিযানে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ১১:৫২ PM
আপডেট: ০৪ মার্চ ২০২২, ১১:৫২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। গত মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন।

ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের সপ্তাহখানেকের মাথায় রুশ জেনারেলের মৃত্যুর তথ্য সামনে এলো। ইউক্রেনের কর্মকর্তা ও রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ফক্স নিউজ বলছে, ৪৭ বছর বয়সী মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কির মৃত্যুর সময়কার পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ক্রেমলিন সমর্থিত রুশ সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, তিনি ‘ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময়’ নিহত হয়েছেন।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কিকে নিয়োগ করেছিলেন। এছাড়াও জেনারেল সুখভেতস্কি ৭ম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছিলেন।

অবশ্য রাশিয়ার বাইরে জেনারেল সুখভেতস্কির এটিই প্রথম কোনো অভিযান ছিল না। তাস বলছে, মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি সিরিয়ায় কাজ করেছেন এবং সাহসিকতার জন্য রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে দুই দফায় পুরস্কারে ভূষিত হয়েছেন।

ইউক্রেনের অবকাঠামো বিষয়ক সাবেক মন্ত্রী ভলোদিমির অমেলিয়ান বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, সত্য হচ্ছে, আমরা তাকে (মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি) হত্যা করেছি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর দেশটির সাবেক এই মন্ত্রী হাতে অস্ত্র তুলে নিয়েছেন এবং কিয়েভের মিলিশিয়াদের সঙ্গে যোগ দিয়েছেন।

অবশ্য জ্যেষ্ঠ এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইউক্রেনে সামরিক অভিযান চালাতে গিয়ে রাশিয়ার অন্যতম শীর্ষ এই সামরিক কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি যুক্তরাষ্ট্র।

কিন্তু একাধিক প্রতিবেদনে রাশিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ভিকন্টাক্টে’-র একটি পোস্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে। ওই পোস্টে সের্গেই চিপিলেভ নামে রুশ সামরিক কর্মকর্তাদের এক সদস্য জেনারেল সুখভেতস্কির নিহত হওয়ার তথ্য উল্লেখ করেছেন বলে দাবি করা হয়েছে।

ইংরেজি ভাষার রুশ সংবাদমাধ্যম প্রাভডা.আরইউ-তে প্রকাশিত একটি অনুবাদে বলা হয়েছে, সের্গেই চিপিলেভ লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, ইউক্রেনের ভূখণ্ডে বিশেষ অভিযান পরিচালনার সময় আমাদের বন্ধু মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এদিকে জেনারেল সুখভেতস্কির নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এবং স্টেশন চিফ ড্যান হফম্যান বলেন, ‘এটি যদি সত্যি হয়ে থাকে, তবে এটি বিরাট বড় খবর।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

সর্বাত্মক হামলা শুরুর পর এই এক সপ্তাহেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। আর তাই জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ১০ লাখেরও বেশি ইউক্রেনীয়।

ইউক্রেনে রুশ এই সামরিক উপস্থিতিকে মস্কো হামলা বা যুদ্ধ না বলে শুরু থেকে ‘বিশেষ অভিযান’ বলে দাবি করে আসছে। যদিও রুশ সেনারা ইউক্রেনের সামরিক-বেসামরিক স্থাপনাগুলোতে হামলা করছে বলে অভিযোগ রয়েছে।

Bootstrap Image Preview