Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‌্যা‌বের ওপর মার্কিন নি‌ষেধাজ্ঞা : মামলার প্রস্তু‌তি নি‌চ্ছে বাংলা‌দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০২:২১ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০২:২১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


র‌্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ব‌লেও জানান প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২২ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এসব কথা ব‌লেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ব‌লেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনি বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি। আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

শাহ‌রিয়ার আলম ব‌লেন, আমাদের হয়ে কথা বলার জন্য লবিস্ট বা আইনজীবী নিয়োগ করার প্রক্রিয়া চলছে। আমরা যুক্তরাষ্ট্রের তিনটি ল’ফার্মের সঙ্গে কথা বলেছি।

প্রতিমন্ত্রী ব‌লেন, র‌্যা‌বের ওপর নি‌ষেধাজ্ঞার বিষয়ে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা চায় না বাংলাদেশ। বাংলাদেশের সক্ষমতা আছে এটাকে সামাল দেওয়ার। সেটা আইনানুগ ব্যবস্থাই হোক বা কূটনৈতিক উদ্যোগই হোক। এখানে আমরা তৃতীয় কোনো রাষ্ট্রকে জড়াতে চাই না।

শাহ‌রিয়ার জানান, আগামী মার্চ ও এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের উচ্চ পর্যায়ের বৈঠক হবে। বৈঠ‌কে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হবে বলে আমরা প্রত্যাশা করছি।

Bootstrap Image Preview