Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবের সম্মান পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন স্টিভ রোডস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪১ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে মাত্র ১৩ মাস হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন স্টিভ রোডস। আর তাতেই বাংলাদেশের সেরা কোচ কে?- এমন প্রশ্নের জবাবে রোডসকে ওপরের দিকেই রাখেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানরা।

রোডসের অধীনেই ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটি থেকে বাংলাদেশ তাদের একমাত্র বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে। তবু বিশ্বকাপে সেমিফাইনালে যেতে ব্যর্থ হওয়ার দায়ে বিদায় করে দেওয়া হয় তাকে।

এর প্রায় আড়াই বছর পর ফের বাংলাদেশে এসেছেন রোডস। তবে জাতীয় দলের দায়িত্বে নয়, তিনি এসেছেন সদ্য সমাপ্ত বিপিএলের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টেকনিক্যাল পরামর্শক হিসেবে। চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দিত রোডস।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে টাইগারদের এ সাবেক কোচ কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশে তার কাজের সময়কাল এবং বাংলাদেশের শীর্ষ পাঁচ ক্রিকেটারের ব্যাপারেও।

মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে একসঙ্গে যে ‘পঞ্চপাণ্ডব’ বলা হয়, সেটি মানতে রাজি নন রোডস। তিনি বরং দলের সবাইকে এক কাতারেই রাখতে বেশি আগ্রহী।

তবে এই পাঁচ সিনিয়র ক্রিকেটারের যে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার আছে আরও অনেক কিছু সেটিও জানেন এ সাবেক কোচ। আর এটি পাওয়ার জন্য ক্রিকেট বোর্ডকেও নিজেদের দায়িত্ব বুঝতে হবে বলে মনে করেন রোডস।

তিনি বলেছেন, ‘তারা (পাঁচজন) পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য বড় দায়িত্ব পালন করতে পারে। সাকিব, রিয়াদ, মুশফিক ও তামিমের এখনও ক্যারিয়ারের অনেক সময় বাকি। তারা সবাই অনেক অভিজ্ঞ এবং দারুণ ক্রিকেটার।’

এসময় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের প্রশংসা করে রোডস বলেন, ‘ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা মস্তিষ্ক সাকিবের। কিন্তু সে ক্রিকেটে যা কিছু অর্জন করেছে এর জন্য যথাযথ সম্মান কি পায়? নাকি বিষয়টা এমন যে, সে আমাদের চাকুরে তাই আমরা তাকে নিয়ন্ত্রণ করবো?’

সাকিবের কাছ থেকে পুরোটা না পেলে বাংলাদেশ ক্রিকেটের জন্যই তা ক্ষতির কারণ হবে জানিয়ে রোডস আরও যোগ করেন, ‘সাকিবের দেওয়ার আছে অনেক কিছু। তাই সে যদি আরও জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করা ছাড়াই শেষ করে দেয়, সেটা হবে বড় অপচয়।’

মাশরাফির উদাহরণ টেনে তিনি বলেন, ‘মাশরাফিও, অনেক অবদান রেখেছে। সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে বাংলাদেশ ক্রিকেটের একজন যোদ্ধা, সত্যিকারের চ্যাম্পিয়ন। তার ট্যাকটিক্যাল জ্ঞানও অনেক। সে মানুষকে নিজের কথা শোনাতে পারে।’

ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে রোডস বলেন, ‘যখন কোনো কিছু ভালো হচ্ছে, তখন হয়তো ক্রিকেট বোর্ডেরও সেটি করতে দেওয়া উচিত। কখনও অতিরিক্ত নির্দেশনা দেওয়া ঠিক নয়। যখন সবকিছু ভালো হচ্ছে, হতে দেওয়া উচিত। নিজেকে বোর্ড সদস্য হিসেবে জাহির করাই সব নয়।’

Bootstrap Image Preview