Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও চেয়ারে বসে নিপুণ বললেন, ‘আমিই সাধারণ সম্পাদক, দায়িত্ব চালিয়ে যাব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৬:৩৭ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৬:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফের সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন নিপুণ। চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের সামনের বাগানে আজ বিকাল ৫টায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অভিনেত্রী। তার আগেই সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ।   সাংবাদিক সম্মেলনে অবশ্য চেয়ারে বসার ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী।

নিপুণ বলেন, ‌‘আমিই সাধারণ সম্পাদক। আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে, আমি দায়িত্ব চালিয়ে যাব। আমার আইনজীবী আমাকে বলেছে। ’

সাংবাদিক সম্মেলনে গণমাধ্যমকর্মীরা নিপুণকে ফুল দিয়ে বরণ করে নেয়।

এর আগেও একবার [১০ ফেব্রুয়ারি] অভিনেতা জায়েদ খান অভিযোগ করেছেন, অভিনেত্রী আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসেছেন।

তখন কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘সাধারণ সম্পাদক পদে দায়িত্বে বসা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ দিয়েছেন আদালত। তারা কি এর মানে জানে না?’’ 

তবে তখন জায়েদের এ অভিযোগ প্রসঙ্গে সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলছেন ভিন্ন কথা। সাইমন বলেন, ‘অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আসলে উচ্চ আদালত জায়েদ খান ভাইয়ের রিটের রায় স্থগিত করেছে। ফলে নিপুণ আপু সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। ’    

Bootstrap Image Preview