Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেই দুর্ঘটনার লোমহর্ষক সিসিটিভি ফুটেজ প্রকাশ (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ১১:২৭ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২২, ১১:২৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এক চালক। তাকে গতি কমাতে বলায় এক যুবককে চালক ধাক্কা দেয়। গাড়ির বনেটে আটকা পড়া ওই যুবককে বেশ কিছুদূর টেনে নেওয়ার পর তাকে রাস্তায় ফেলে পালিয়ে যান চালক।

ভারতের রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া সেই লোমহর্ষক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। 

এই ফুটেজে দেখা যাচ্ছে, একটি এসইউভি গাড়ি এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দিচ্ছে এবং বনেটে ঝুলন্ত ব্যক্তিটিকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। 

অন্য আর একটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এসইউভিটি দ্রুত গতিতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবক রাস্তায় ছিটকে পড়ে। তার দিকে একজনকে ছুটে যেতে দেখা যায়।

এনডিটিভি জানায়, দিল্লির গ্রেটার কৈলাস ১-এর বাসিন্দা অনন্ত বিজয় ম্যান্ডেলিয়া (৩৭) নামে ওই যুবক স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হাঁটতে বের হয়েছিলেন।  এ সময় দুই যুবককে বেপরোয়া গতিতে একটি এসইউভি চালাতে দেখেন তিনি। তাদের গতি কমাতে বলায় তারা ম্যান্ডেলিয়াকে ধাক্কা দেয়। এরপর  তিনি বনেটে আটকা পড়লে তাকেসহই গাড়ি চালিয়ে নিয়ে যায়। পরে তাকে কিছুদূর গিয়ে ফেলে চলে যায়।  বনেটে আটকা অবস্থায় গাড়িটি ম্যান্ডেলিয়াকে প্রায় ২০০ মিটার চালিয়ে গিয়ে গিয়েছিল বলে এনডিটিভি জানিয়েছে। 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যান্ডেলিয়াকে  দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।  পুলিশের কাছে ওই ঘটনার বর্ণনাও দিয়েছেন তিনি।

এদিকে সিসিটিভি ফুটেজ দেখে ওই ঘটনার জড়িতে রাজ সুন্দরম (২৭) নামে এক যুবককে একটি হোটেলের বাইরে থেকে গ্রেফতার করেছে পুলিশ।  তিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তার ছেলে বলে জানা গেছে। 

 

Bootstrap Image Preview