Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগে ভোট,পরে বউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০৮:১৮ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০৮:১৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের উত্তর প্রদেশে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয় লোকসভার প্রথম ধাপের নির্বাচন। এদিন চলছিল ভোটগ্রহণ। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে জড়ো হন ভোটাররা। ভোটারদের মধ্যে নজরে আসে বিয়ের সাজে দাঁড়িয়ে থাকা এক যুবক। শেরোয়ানি ও পাগড়ি পরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায় তাকে।

উত্তর প্রদেশের মোজাফফরনগরের ভোটার অঙ্কুর বলিয়ানের বিয়ের দিন বৃহস্পতিবার নির্ধারিত ছিল। এ দিনই উত্তর প্রদেশের লোকসভার প্রথম ধাপের নির্বাচন  শুরু হয়। সচেতন নাগরিক অঙ্কুর বিয়ের আগে বরের সাজেই ভোট দিতে যান।

ভোট দেওয়া শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আগে ভোট, পরে বউ, তারপর অন্যসব কাজ।’

এই নির্বাচনে ৫৮টি আসনের বিপরীতে ৬২৩ জন প্রার্থী নির্বাচন করেছেন। উত্তর প্রদেশের ১১টি বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্চে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। সব মিলিয়ে এখানে ভোটার আছেন ২০ কোটি ২৮ লাখ।

১০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে। ১০ মার্চ ভোট গণনা হবে।

Bootstrap Image Preview