Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামাকজাত দ্রব্য নিয়ে রেলভ্রমণ নিষিদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ০৮:২৯ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ০৮:২৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রেল‌ওয়ে স্টেশন, প্লাটফর্ম এবং ট্রেনের কামরাসহ রেলের সব এলাকাকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে। আইন না মানলে শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে যাত্রীরা যেন তামাকজাত দ্রব্য নিয়ে ট্রেনে ভ্রমণ করতে না পারেন, সে ব্যবস্থাও নিচ্ছে রেলপথ মন্ত্রণালয়।

এরই মধ্যে ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়ে টোবাকো ফ্রি প্রকল্প গ্রহণ করেছে রেলপথ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়নের অর্থায়নের প্রকল্পটি আজ বুধবার উদ্বোধন করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সেখানে এসব তথ্য জানান তিনি।

প্রকল্পটি তামাক ও ধূমপানমুক্ত রেলওয়ে গড়ে তোলা এবং ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান রেলমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘রেলওয়েতে প্রকাশ্যে বিড়ি-সিগারেট খাওয়া নিষেধ’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু আইন করে বা প্রচারণা চালিয়ে এটি বন্ধ করা সম্ভব নয়। তামাকের উৎস বন্ধ করতে হবে।’ মাঠ পর্যায়ে পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সেটিও কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী।

ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়ে টোবাকো ফ্রি প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে-শিশু, নারী, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারীসহ অধূমপায়ী যাত্রীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা প্রদান। পানের পিক মুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে পান, জর্দা সাদাপাতার ব্যবহার নিষিদ্ধকরণ।

প্রকল্পের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির পরিচালক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) সভাপতি অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (মাদক অনুবিভাগ) ইসরাত চৌধুরী প্রমুখ।

Bootstrap Image Preview