Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটের হয়ে আর বিপিএল ‘খেলবেন না’ তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:৫৫ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:৫৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মিস কমিউনিকেশনের কারণেই মালিকপক্ষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো। তারপর সব ঠিক হয়ে গেছে, দলের মধ্যে কোনো বিভেদ নেই বলে জানিয়েছিলেন সিলেট সানরাইজার্সের ক্রিকেটার তাসকিন আহমেদ। দলীয় সেশনে যোগ দিলেও অনুশীলন করেননি তিনি। পিঠের ব্যথার কারণে তাকে ছুটিতে রেখেছিলেন টিম ফিজিও। যদিও পরবর্তী ম্যাচে খেলা নিয়ে কোন শঙ্কা বোধ করছেন না বলে জানিয়েছিলেন স্পিডস্টার। দলের চট্টগ্রাম পর্ব ভালো না কাটলেও ঢাকা থেকেই সব কিছু ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস ছিলো তাসকিনের। তবে এবার বড় দুঃসংবাদ। বিপিএলের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন সিলেট সানরাইজার্সের তারকা পেসার তাসকিন আহমেদ। ব্যাক ইনজুরির কারণে বিপিএলের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছেনা তাসকিনের।

এদিকে ব্যাক ইনজুরির কারণে বিপিএলের গত কয়েক ম্যাচ খেলতে পারেননি তাসকিন। ঢাকা পর্বের যে ম্যাচ হয়েছিল তাতেও দেখা যায়নি তাসকিনকে। আর সে ম্যাচগুলো না খেলার কারণ জানা গেল এখন। মূলত ব্যাক ইনজুরির কারণেই সে ম্যাচগুলোতে দেখা যায়নি তাসকিনকে।

এদিকে সিলেটের ফিজিও যদিও আশার বাণী শুনিয়েছেন। সিলেটের ফিজিও বলছেন, তার ব্যাক পেইনের অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু সামনে যেহেতু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে, তাই দল তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না। ফলে সিলেটের পরবর্তী টানা তিন ম্যাচ খেলতে পারবেন না তাসকিন।

এদিকে ইনজুরির কারণে দলে রাখা হচ্ছে না তাসকিন আহমেদকে। যেহেতু সিলেটের একটি পেসারের প্রয়োজন। তাই তাসকিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এ কে এস স্বাধীন। ১৯ বছর বয়সী এই পেসার কখনও আগে বিপিএল খেলেননি।

সবশেষ আবাহনীর হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন স্বাধীন। এছাড়াও বিসিএলে একটি ম্যাচ এবং সবশেষ এনসিএলে ২টি ম্যাচ খেলেছিলেন স্বাধীন। তাকেই তাসকিনের পরিবর্তে সিলেটের দলে নেয়া হয়েছে।

এদিকে বিকেল ৫ টা ৩০ মিনিটে খুলনার বিপক্ষে মাঠে নামছে সিলেট সানরাইজার্স। খুলনা তাদের ৬ ম্যাচে ৩ জয় এবং ৩ হারে টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে তারা। অপরদিকে ৬ ম্যাচে মাত্র এক জয় নিয়ে টেবিলের তলানিতে রয়েছে সিলেট।

 

Bootstrap Image Preview