Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউপি নির্বাচনে নৌকা নিয়ে জামানত হারালেন ৮২ চেয়ারম্যান প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২২, ০২:৫১ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২২, ০২:৫১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে অনেকের এর মধ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরাও রয়েছেন।

৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়েও জামানাত হারিয়েছেন আওয়ামী লীগের ছয় চেয়ারম্যান প্রার্থী। এ তালিকায় বগুড়ার চারটি, কিশোরগঞ্জ ও ময়মনসিংহের একটি করে ইউনিয়ন রয়েছে। এরআগে  ইউনিয়ন পরিষদের পঞ্চম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের ১৬ চেয়ারম্যান পদপ্রার্থী জামানত হারিয়েছেন।

৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত ২১ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। এর মধ্যে ঝিনাইদহে এক প্রার্থী পেয়েছেন মাত্র ৪২ ভোট আর ফরিদপুরে আরেকজন পেয়েছেন ৫৬ ভোট। এ ছাড়া ৫০০ ভোটের কম পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের এমন প্রার্থী আছেন আটজন।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামানত হারান আওয়ামী লীগ মনোনীত ২৯ প্রার্থী। ওই ধাপের নির্বাচনেও নৌকার দুজন প্রার্থী ১০০ ভোটের কম পেয়েছিলেন।

২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ৬১০টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে নৌকার প্রার্থীর। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় জামানত জব্দ হয়েছে আওয়ামী লীগ প্রার্থীদের। জামানত রক্ষা হলেও অনেক স্থানে তৃতীয়, চতুর্থ হয়েছে নৌকা।

Bootstrap Image Preview