Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোর রাতে জায়েদ খানের জয়; এফডিসিতে এসে সিনেমাকে বিদায় জানালেন ময়ূরী

শিল্পী সমিতি নির্বাচন ২০২২ নিয়ে আলোচিত যত ঘটনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২, ১২:৫৫ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২২, ১২:৫৫ PM

bdmorning Image Preview


জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। যার মধ্য দিয়ে টানা চার বছর পর নতুন নেতৃত্ব পেলো ঢালিউডের শিল্পীরা। তবে বিস্ময় জাগিয়ে রেকর্ড গড়লেন তুমুল আলোচিত-সমালোচিত সাধারণ সম্পাদক জায়েদ খান। ভোর রাতে দেয়া ফলাফলে তিনি তৃতীয়বারের মতো একই পদের জন্য ভোটারদের রায় পেলেন। সঙ্গে এটাও প্রমাণ করলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য এই সম্পাদকের বিকল্প আপাতত নেই।

শুক্রবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনের পর শনিবার ভোর পৌনে ছয়টার দিকে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। 

দ্বিবার্ষিক (২০২২-২৪) মেয়াদের এই নির্বাচনে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান পেলেন ১৭৬ ভোট। একই পদের দাঁড়িয়ে নিপুণ পেলেন ১৬৩ ভোট। তবে এবারের নির্বাচন এবং জায়েদ খানকে নিয়ে অভিযোগের শেষ ছিলো না। ভোট চলাকালীন সময় গুরুতর অভিযোগ করেছিলেন নিপুণ।

নিপুণের অভিযোগ ছিল, চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন জায়েদ খান। নির্বাচন কমিশনে এ নিয়ে কয়েকবার অভিযোগও করেন নিপুণ।

তবে অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেছিলেন, এটা কোনো ইউপি নির্বাচন নয় যে টাকা দিয়ে ভোট কিনতে হবে।

এদিকে শিল্পী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ডিএ তায়েব। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ সভাপতি প্রার্থী ছিলেন।

তিনি ফেসবুকে তার ভেরিফায়েড প্রফাইল থেকে শনিবার (২৯ জানুয়ারি) ভোরে লিখেন, ভোর পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছে না। এই নির্বাচন আমি বর্জন করলাম। 

সিনেমাকে বিদায় জানালেন ময়ূরী: 

২৮ জানুয়ারি, শুক্রবার দুপুরের দিকে এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন ময়ূরী। পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের। ময়ূরী বলেন, ‘এখন টুকটাক স্টেজ শো করি। তারপরেও আমি এখন ভালো আছি, আমার ফ্ল্যাট আছে গাড়ি আছে।’

এদিকে আর সিনেমায় অভিনয় করবেন না বলে জানালেন তিনি। পলিটিকস করে এফডিসি থেকে তাকে বের করে দেয়া হয়েছে বলেও এ সময় আক্ষেপ প্রকাশ করেন ময়ূরী। তিনি বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি। এখন আর সিনেমায় অভিনয় করব না।’

তিনি আরও বলেন, ‘আমাকে পলিটিকস করে বের করে দেয়া হয়েছে। নায়িকারা আমার নামে দুর্নাম ছড়াত। আমাকে অশ্লীল নায়িকা বলে প্রচার করা হতো।’

নাম প্রত্যাহার করলেও পরীমনির জনপ্রিয়তা কমেনি: 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আলোচনার পালে আরও হাওয়া জুটিয়েছিলেন ঢালিউডের এসময়ের আলোচিত নায়িকা পরীমনি। গত  ১২ জানুয়ারি চমক দিয়ে ঢালিউডের আলোচিত নায়িকা জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নিচ্ছেন তিনি! তবে হঠাৎ ১৫ জানুয়ারি জানা যায়, নির্বাচন করছেন না তিনি। পরী প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম। তবে বেঁকে বসেন নির্বাচন কমিশন। জানায়, সময় মতো প্রত্যাহারপত্র জমা পড়েনি, তাই নির্বাচনে থাকছেন নায়িকা। থাকবে তার ব্যালট পেপারও।

সে অনুযায়ী আজ (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে ছিল তার নাম। এতে দেখা যায়, কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৪ জন। এর মধ্যে সর্বনিম্ন ভোট পেয়েছেন রবিউল ইসলাম হরবোলা। তিনি মাত্র ৪৭টি ভোট পেয়েছেন। এরপর দ্বিতীয় সর্বনিম্ন ভোট পেয়েছেন নায়িকা পরীমনি এবং চিত্রনায়ক শাকিল খান। তারা দুজনেই মাত্র ৭৯টি করে ভোট পেয়েছেন। এতো কম ভোট পাওয়ায় তাদের কেউই বিজয়ী হননি।

হেরে গেলেও কোনো রকম প্রচারণায় অংশ না নিয়েও পরীমনির এতো ভোট পাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। 

শুক্রবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনের পর শনিবার ভোর পৌনে ছয়টার দিকে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তিনি জানান, কোনও প্রার্থীর এই ফলাফল নিয়ে অভিযোগ থাকলে শনিবারের (২৯ জানুয়ারি) মধ্যে আপিল করতে পারবেন। সেটি না হলে রবিবার (৩০ জানুয়ারি) চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে কমিশন। 

একনজরে বিজয়ীর তালিকা ও প্রাপ্ত ভোট: 

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)
সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১)
সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৯৬)
সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)
সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)
দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩)
কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫ ভোট বৈধ।

Bootstrap Image Preview