Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে অ্যান্টি-কোভিড ট্যাবলেট ‘জুপিটাভির’ নিয়ে এলো ইনসেপ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০৮:৩৯ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২২, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


দেশের অন্যতম ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস  কোভিড-১৯ এর চিকিৎসার জন্য  ফাইজার-এর মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড বাজারে আনার ঘোষণা দিয়েছে। ‘জুপিটাভির’ ব্রান্ড নামে ওষুধটি বাজারজাত শুরু করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বুধবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইনসেপ্টা জানায়, ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ) প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের মৃদু থেকে মাঝারি কোভিড-১৯ সংক্রমণের চিকিৎসার জন্য  ওষুধটির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস এফডিএ) কোভিড-১৯ চিকিৎসার জন্য মুখে খাওয়ার প্রথম ওষুধ হিসাবে ওষুধটিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

ইনসেপ্টা বলছে , এই ওষুধটি উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যু প্রতিরোধে প্রায় ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী ওষুধটি করোনাভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ধরন ওমিক্রন-এর  বিরুদ্ধেও কার্যকর।

জুপিটাভিরে দুই ধরনের ওষুধ রয়েছে- নির্মাট্রেলভির এবং রিটোনাভির। নির্মাট্রেলভিরের সঙ্গে অবশ্যই  রিটোনাভির সেবন করতে হবে। নির্মাট্রেলভিরের দুটি ট্যাবলেট এবং রিটোনাভিরের একটি ট্যাবলেট একসঙ্গে দিনে দুবার করে মোট পাঁচ দিন সেবন করতে হবে। জুপিটাভির শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে এবং কোভিড-১৯ শনাক্তের পর যত দ্রুত সম্ভব এবং লক্ষণ শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে জুপিটাভির সেবন শুরু করলে কার্যকর ফলাফল পাওয়া যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

Bootstrap Image Preview