হলিউড সিনেমা ‘এক্সট্রাকশন’-এর ঈর্ষণীয় সাফল্যের পর নির্মিত হচ্ছে এর দ্বিতীয় কিস্তি। নেটফ্লিক্স কর্তৃপক্ষ শনিবার ঘোষণা দিয়েছে- খুব শিগগির আসছে ‘এক্সট্রাকশন-২’। আরো বলা হয়েছে— ‘এক্সট্রাকশন’-এর শেষ দৃশ্যে ঢাকার বুড়িগঙ্গায় পড়ে যাওয়া টাইলার চরিত্রটি মারা যায়নি। ‘এক্সট্রাকশন টু’-তেও দেখা যাবে তাকে।
ওই চরিত্রে অভিনয় করেছেন হলিউডের ‘থর’ খ্যাত তারকা ক্রিস হেমসওর্থ। আর তিনি কিভাবে বেঁচে ফিরলেন তা দেখানো হবে সিনেমার এই সিকুয়েলে। এর সঙ্গে জুড়বে আরো অনেক উপাখ্যান।
বিষয়টি জানিয়ে সিনেমাটির শেষ দৃশ্যের একটি টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। সেখানে দেখানো হয়েছে— গুলিবিদ্ধ হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়া টাইলার নদীর তলদেশ থেকে উঠে আসছেন।
তবে ‘এক্সট্রাকশন’র মতো এর সিকুয়েলেও বাংলাদেশের গল্প থাকছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, আগের সিনেমার মতোই ‘এক্সট্রাকশন টু’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবারেও ক্রিস হেমসওর্থ। প্রযোজক হিসেবে থাকছেন জো রুশো ও অ্যান্থনি রুশো।
২০২০ সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় নন-স্টপ অ্যাকশনধর্মী সিনেমা ‘এক্সট্রাকশন’। যেখানে দেখানো হয়, ঢাকায় অপহৃত হওয়া ভারতীয় এক ড্রাগ লর্ডের ছেলেকে উদ্ধারের মিশনে আসেন একজন ভাড়াটে ব্ল্যাক অপ্স সৈনিক। ছেলেটিকে উদ্ধার করতে চলতে থাকে একের পর এক অভিযান। একসময় গোটা ঢাকাকে লকডাউন করে দেওয়া হয়।
সিনেমাটি মুক্তির প্রথম চার সপ্তাহে বিশ্বব্যাপী ৯৯ মিলিয়ন দর্শক দেখেন, যা নেটফ্লিক্সের ইতিহাসে রেকর্ড।