Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বিচ’দের নিয়ে যা বললেন পরীমনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ০২:২৫ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১, ০২:২৫ PM

bdmorning Image Preview


জেল থেকে বেরিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়ানোর সময় পরীমনির হাতে মেহেদীর রঙে ‘ডোন্ট লাভ (তিনটি হৃদয়সূচক চিহ্ন)  মি বিচ’ লেখা ছিল যা নিয়ে দিনব্যাপী সামাজিক মাধ্যমে আলোচনা হয়। 

মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি ছাড়া পান। 

পরীমনির মুক্তির অপেক্ষায় সকাল থেকেই কাশিমপুর মহিলা কারাগারের সামনে জড়ো জন উৎসুক জনতা ও সাংবাদিকরা। তবে সেখানের গাড়ির সান রুফ উঠিয়ে ভক্তদের সঙ্গে সেলফি এবং সবার উদ্দেশে হাত নাড়লেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। 

সবার উদ্দেশ্যে হাত নাড়ানোর সময় পরীমনির হাতে মেহেদীর রঙে 'ডোন্ট লাভ (তিনটি হৃদয়সূচক চিহ্ন)  মি বিচ' লেখা ছিল যা নিয়ে দিনব্যাপী সামাজিক মাধ্যমে আলোচনা হয়। 

এই লেখার মানে কী সেটিই বলেছনে পরীমনি। এই লেখা কাদের উদ্দেশ্যে জানতে চাইলে তিনি বলেন বলেন, "বিচদের (হাসি)। দুমুখো সাপ যারা আছে, অন্তরের মধ্যে জ্বলুনি, মুখে মুখে 'আই লাভ ইউ', তাদেরকে। তোমাদের ভালোবাসার দরকার নাই।"

তাদেরকে চেনেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "হ্যাঁ। ডেফিনেটলি। ডেফিনেটলি। তারা আমার জন্য কী করেছে...। ভাই, বিপদে যেদিন পড়বেন, সেদিন বুঝবেন। ...আমি না বুঝিই নাই। কী রে ভাই, যাদেরকে নিয়ে গলায় গলায় খাতির, এক প্লেটে খাওয়া...কই তারা?"

পরীমনি বলেন, "তারা আছে তো। এই যে চলে এসেছি না? এখন আবার 'ওয়েলকাম ওয়েলকাম' বলছে।" 

Bootstrap Image Preview