Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তা অভিযোগ স্ত্রী শালিনী তালওয়ারের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২১, ০৮:২৯ PM
আপডেট: ০৮ আগস্ট ২০২১, ০৮:২৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বলিউডের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তা ও গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ তুলেছেন তারই স্ত্রী শালিনী তালওয়ার। গত ৩ আগস্ট এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন তিনি। ১২০ পাতার একটি অভিযোগপত্র দাখিল করেন শালিনী। সেখানে হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগের উল্লেখ রয়েছে।

মামলায় শালিনীর অভিযোগ—বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন অত্যাচারও চালাতেন হানি সিং। এছাড়া তার সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করেছেন হানি সিং।গত ৩ আগস্ট অভিযোগ দায়েরের পর রাতে মামলাটি রেকর্ড করেন আদালত। হানি সিংয়ের স্ত্রীর পক্ষে আদালতে উপস্থিত হয়েছিলেন আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব পাণ্ডে এবং জিজি কাশ্যপ।মামলা রেকর্ড করে হানি সিংকে একটি নোটিশ পাঠিয়েছেন আদালত। আগামী ২৮ আগস্টের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যে সব সম্পত্তি হানি সিং ও তার স্ত্রীর নামে রয়েছে, তা আপাতত বিক্রি করতে পারবেন না জনপ্রিয় গায়ক।

বিতর্কিত এ ঘটনার পর থেকে চুপ ছিলেন হানি সিং। অবশেষে তিনি মুখ খুলেছেন। নিজের ইনস্টাগ্রামে দেয়া এক দীর্ঘ পোস্টে পুরো ঘটনা তুলে ধরেছেন তিনি। সেখানে হানি সিং লেখেন, ‘আমার ২০ বছরের সঙ্গী, আমার স্ত্রী শালিনী তলওয়ার। তিনি আমার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তাতে আমি আমি খুবই ব্যথিত। ‘আমার গানের কথা, শারীরিক অবস্থা নিয়ে জল্পনা, সংবাদমাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরা নিয়ে কখনো কোনো বিবৃতি দেয়নি। কিন্তু চুপ করে থেকে কোনো লাভ নেই। কারণ আমার বৃদ্ধ মা-বাবা এবং ছোট বোনের বিরুদ্ধেও কিছু অভিযোগ আনা হয়েছে। তারা খারাপ সময়ে আমার পাশে থেকেছেন এবং তাদের ঘিরেই আমার জগত। ওদের বিরুদ্ধে এ অভিযোগগুলো খুবই অপমানজনক।’

তিনি আরও লেখেন, ‘দীর্ঘ ১৫ বছরের পেশাগত জীবনে ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে কাজ করেছি। তারা প্রত্যেকেই স্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত সমীকরণ সম্পর্কে অবগত। ১০ বছরের বেশি সময় ধরে আমার স্ত্রী আমার দলের অংশ। আমার সঙ্গে সব রকম শ্যুটিং, অনুষ্ঠান এবং বৈঠকে তিনি থেকেছেন।’আপাতত এ বিতর্ক নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি হানি। তার এবং পরিবারের ওপর অনুরাগীদের ভরসা রাখতে অনুরোধ করেছেন তিনি। আদালতের ওপর গায়কের পূর্ণ আস্থা। তাই সেখানেই জবাবদিহি করবেন হানি। স্ট্যাটাসের শেষ অংশে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত যে, সুবিচার পাব এবং সততার জয় হবে।’

Bootstrap Image Preview