Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রিসভার অনুমোদন পেলেন নতুন যে তিনটি উপজেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০৬:২৬ PM
আপডেট: ২৬ জুলাই ২০২১, ০৬:২৭ PM

bdmorning Image Preview


নতুন করে দেশে আরও তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি।এ ছাড়া একটি উপজেলার নাম পরিবর্তন করা হয়েছে। 

সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে নিকার ও মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নতুন উপজেলাগুলো হলো কক্সবাজারের ঈদগাও থানা, মাদারীপুরের ডাসার থানা এবং সুনামগঞ্জের মধ্যনগর থানা।এ ছাড়া সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে।

Bootstrap Image Preview