Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরুর হাট থেকে ফিরে করোনার জ্বরে ঢাবি ছাত্রের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ০৩:৩৩ PM
আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


গরুর হাট থেকে ফিরে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ওই ছাত্রের নাম সুমন হোসেন। তিনি নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে। 

শুক্রবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সুমনের মামা বাহাউল আলম বাচ্চু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের সাতপাড়া গ্রামে সুমনদের বাড়ি। তার বাবার নাম আমিরুল ইসলাম।

বাহাউল আলম বলেন, ১০-১২ দিন আগে সুমন তার বাবার সঙ্গে গরু কিনতে বাজারে যায়। বাড়িতে ফিরে সেদিন রাতেই জ্বর হয়। পরে কালীগঞ্জ সদর হাসপাতালে তার চিকিৎসা করা হয়।

তিনি বলেন, গত শুক্রবার শ্বাসকষ্ট বাড়লে ওকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা ধরে পড়লে এইচডিউতে রাখা হয়। এক সপ্তাহ সেখানে চিকিৎসা চলার মধ্যে আজকে মাগরিবের সময় মারা গেল সুমন।

শনিবার ১১টায় তার সাতপাড়ায় জানাজা শেষে সুমনকে দাফন করা হবে বলে জানান তার মামা।

সুমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, এটা খুবই মর্মান্তিক যে করোনায় একজন মেধাবী শিক্ষার্থীকে হারাতে হলো আমাদের। আমরা শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চাই।

Bootstrap Image Preview