Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুল খুললেই কনডম ‘উপহার’, মিলবে পঞ্চম শ্রেণি থেকেই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০১:২০ PM
আপডেট: ১৫ জুলাই ২০২১, ০১:২০ PM

bdmorning Image Preview


আগামী মাস থেকে খুলবে স্কুল। তারপরই 'উপহার' হিসেবে কনডম পাবে আমেরিকার শিকাগোর স্কুল পড়ুয়ারা। নতুন নীতি অনুযায়ী, পঞ্চম শ্রেণি থেকেই পড়ুয়াদের কনডম দেওয়া হবে। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

শিকাগো সান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে সিপিএস বোর্ড অফ এডুকেশন যে নতুন নীতি পাশ করেছে, তাতে জানানো হয়েছে, যে স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি আছে, সেখানে বাধ্যতামূলকভাবে কনডম রাখতে হবে। যা যৌন শিক্ষার অংশ হিসেবে বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ ১০ বছরের শিশুরা কনডম পাবে। সবমিলিয়ে ৬০০ টি স্কুলে কনডম থাকবে। প্রাথমিক স্কুলে প্রতি মাসে ২৫০ এবং হাইস্কুলে ১,০০০ কনডম দেওয়া হবে। বিনামূল্যেই সেই কনডম দেবে প্রশাসন। কনডম শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষ বিষয়টি প্রশাসনকে জানাবেন। তাহলেই আবার মিলবে কনডম ।

সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। একাংশের মতে, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সঠিক পথে হাঁটছে সিপিএস বোর্ড অফ এডুকেশন। এক বিশেষজ্ঞের মতে, সুস্বাস্থ্যের জন্য তরুণ প্রজন্মেরও সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সেই শিক্ষার ফলে পড়ুয়ারা নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হবে। অন্যদেরও স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকবে। তাদের কাছে পুরো বিষয়টি স্পষ্ট হবে। তাতে আখেরে লাভবান হবে পড়ুযারা। যদি কনডমের মতো জিনিসপত্র বা সেই সংক্রান্ত তথ্য পড়ুয়াদের না জানানো হয়, তাহলে খারাপ জিনিস হতে পারে। হতে পারে । কেউ অন্ত্বঃসত্ত্বা হতে পড়তে পারে। তাই পড়ুয়াদের যখন প্রয়োজন হবে, তখনই অবশ্যই সেই বিষয়ে জানানো উচিত। অপর এক বিশেষজ্ঞের বক্তব্য, কনডম দেওয়া হচ্ছে মানে এমন নয় যে তাদের যৌন সম্পর্কে লিপ্ত হতে বলা হচ্ছে বা উৎসাহ প্রদান করা হচ্ছে।

উল্টো মতও আছে অনেকের। তাঁদের বক্তব্য, পড়ুয়াদের বয়স কিছুুটা বেশি হলে কনডম দেওয়ার যুক্তি আছে। কিন্তু পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্যও কেন কন্ডোম থাকবে?

Bootstrap Image Preview