Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদের বাজার কাঁপাবে গাংনীর সাহেবজাদা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০৩:৪৪ PM
আপডেট: ১২ জুলাই ২০২১, ০৩:৪৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের বাগানপাড়া এলাকার মনিরুজ্জামান মাস্টার সাড়ে তিন বছর বয়সী গরুটিকে এবারের ঈদের বাজার ধরার জন্যই প্রস্তুত করেছে। পুরো দেহ সাদা, তার ওপর বিশাল বিশাল কালো ছাপ, স্বাস্থ্য নাদুস-নুদুস তাই গরুটির নাম দেওয়া হয়েছে সাহেবজাদা।

রুর মালিক মনিরুজ্জামান মাস্টার বলেন, সাহেবজাদার মা আমাদের বাড়িতেই সাহেবজাদাকে জন্ম দিয়েছে। ছোট বেলা থেকেই গরুটির চেহারা এবং সাইজ ভালো হওয়ায় আমরা বাড়িতেই লালন পালন করি। এ ঈদকে সামনে রেখে প্রায় সাড়ে তিন বছর ধরে নিজের সন্তানের মতই আদর যত্ন গরুটি লালন পালন করছি।  

তিনি বলেন, বর্তমানে গরুটির উচ্চতা সাড়ে পাঁচ ফুট, লম্বা প্রায় ১২ ফুট এবং ওজন ২০ মণের বেশি হবে। দাম ধরেছি সাড়ে ছয় লাখ টাকা। গরুটি দেখতে অনেকেই আমাদের বাড়িতে আসছেন। বর্তমানে করোনার কারণে কোনো ক্রেতা অনলাইনে গরুটি কিনতে চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে কিনতে পারবেন।

সর্ব্বোচ্চ দামটা পাবেন বলেই আশায় বুক বেধেছেন গরুর মালিক মনিরুজ্জামান মাস্টার।

Bootstrap Image Preview