Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১১:২২ AM
আপডেট: ১১ জুলাই ২০২১, ১১:২২ AM

bdmorning Image Preview


মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে পূর্বাঞ্চলে রাস্ত জেলায় ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল সাতটা ১৪ মিনিটে তাজিকিস্তানের পাহাড়ি জেলা রাস্তে এ ভূমিকম্প আঘাত হানে  বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

রাস্ত জেলা তাজিকিস্তানের রাজধানী দুসানবে থেকে ১৬৫ কিলোমিটার দূরে।

এ বিষয়ে তাজিকিস্তানের দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় জানায়, ‘ভূমিকম্পের জেরে রাস্ত জেলায় শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাখমন।’

অন্যদিকে শনিবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল ৬ টা ৪৩ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Bootstrap Image Preview