Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একনেক সভায় ভাওয়াইয়া গাইলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২১, ০৬:১১ PM
আপডেট: ০৮ জুন ২০২১, ০৬:১১ PM

bdmorning Image Preview


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, একনেকে চিলমারী বন্দর নিয়ে একটি প্রকল্প পাসকালে ‘হাকাও গাড়ি তুই চিলমারী বন্দরে..’ ভাওয়াইয়া গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান সরকার প্রধান।

মঙ্গলবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন পায়।

একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পকিল্পনামন্ত্রী বলেন, “আমরা একনেক সভায় ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করেছি। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বরে বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ।

“প্রকল্পটি পাসকালে প্রধানমন্ত্রী বলেন, ‘চিলমারি বন্দর নিয়ে একটা গান আছে না। হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে। আপনারা এই গানটা কেউ জানেন। এ সময় প্রধানমন্ত্রী ‘ওকি গাড়িয়াল ভাই... হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দর এ রে’ -এই ভাওয়াইয়া গানটির কয়েকটি লাইন শুনিয়েছেন। এ সময় তিনি একাধিকবার গানের লাইনটি মুখে বলেন। এসময় মন্ত্রী সভার এক সদস্য বলেন, ‘গানটি আমি জানি কিন্তু গানটি গাওয়া শুরু করলে এখানে কেউ বসে থাকতে পারবে না’।”

শিল্পী আব্বাস উদ্দীনের ভাওয়াইয়া গান ‘ও...কি গাড়িয়াল ভাই...হাঁকাও গাড়ি তুঁই চিলমারীর বন্দরে.....’। গানটি এখনও সমান জনপ্রিয়তা নিয়ে টিকে থাকলেও, যে নামের ওপর গানটি রচিত সেই চিলমারী বন্দরের ঐতিহ্য হারাতে বসেছে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন প্রকল্পটি নেয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘চিলমারীর বন্দরটি এক সময় খুবই নামকরা ছিল, অনেক জাঁকজমকপূর্ণ ছিল। এ প্রকল্পটির মাধ্যমে আমরা সেই জাঁকজমকপূর্ণ অবস্থানটি ফিরিয়ে আনব। এর মাধ্যমে মূলত প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে। এ বন্দরের সঙ্গে সড়ক রেল, নৌ যোগাযোগ স্থাপিত হবে।

Bootstrap Image Preview