Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও কর্মসংস্থানকে যে কারণে গুরুত্ব দিতে হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২১, ১০:২৪ AM
আপডেট: ২৯ মে ২০২১, ১০:২৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়ন, অর্থনীতি পুনরুদ্ধার এবং ধনী-গরীবের বৈষম্য কমাতে কর্ম-সংস্থানকেই বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বাজেট বাস্তবায়নে অপচয় ঠেকাতে সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ও দুর্নীতি রোধে সর্বোচ্চ নজরদারি করতে হবে। এমন মত অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। তারা বলছেন, বাজেটে নতুন কোনও প্রকল্প নেয়া উচিৎ হবে না। পুরাতন প্রকল্পগুলোই শেষ করতে হবে স্বচ্ছতার ভিত্তিতে।

অতিমারী করোনার জোরালো থাবায় বিপর্যস্ত দেশের সার্বিক অর্থনীতি। বদলে গেছে উন্নয়ন পরিকল্পনা। লক্ষ্যমাত্রার ধারের কাছে নেই রাজস্ব আদায় ফলে অনেকটাই হযবরল অবস্থা গেল অর্থবছরের বাজেট বাস্তবায়ন। এমন বাস্তবতায় সাত শতাংশ প্রবৃদ্ধি ধরে আগামী ৩ জুন ছয় লাখ কোটি টাকার আরও একটি বাজেট তৈরির মহাব্যস্ততা চলছে অর্থ মন্ত্রণালয়ে। বিশ্লেষকেরা বলছেন, এবার বাজেটটি যেন হয় সত্যিকারেরই গণমানুষের।

পিআরআই’র নির্বাহী পরিচালক ডা. আহসান এইচ মনসুর বলেন, এবারের ভ্যাকসিন তহবিলকে পুরো বাস্তবায়িত করতে হবে। কারণ, ভ্যাকসিনেশন যদি আমরা করতে না পারি তাহলে কোনো না কোনও সময় ভারতের অবস্থানে পড়ে যাব।

সিপিডি’র সম্মানী ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মানুষের ভোগ কাঠামো ঠিক রাখার জন্য একদিকে খাদ্য সাহায্য অপরদিকে প্রত্যক্ষ আর্থিক সাহায্য- এই দুটোর ওপর জোর দিয়ে বাজেট রাখতে হবে। এটাকে সাধারণভাবে নিরাপত্তা বলয়ের বেষ্টনী বাড়ানোর চিন্তা করলে হবে না। এটাকে বাহ্যিকভাবে চিন্তা করতে হবে।

করোনায় আয় কমে যাওয়ায় দিশেহারা কয়েক কোটি মধ্যবিত্ত। পুঁজি সংকটে ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তারা।

এ বিষয়ে সিপিডি’র সম্মানী ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অপ্রাতিষ্ঠানিক মাঝারি ক্ষুদ্র শিল্প রয়েছে। তাদের জন্য বিভিন্ন ধরনের ভর্তুকি, কর সুবিধার পাশাপাশি প্রত্যক্ষ আর্থিক সহযোগিতা এবং তাদের ঋণ মওকুফের বিষয়টা বিবেচনায় আনতে হবে।

তবে, খাতওয়ারি বরাদ্দ যাই হোক। বাজেট বাস্তবায়ন যেন হয় দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার ভিত্তিতে।

সানেম’র নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, কিভাবে আমাদের দক্ষতা, ক্ষমতা এবং সামর্থ্য বৃদ্ধি করা যায় এবং সেই জায়গা জবাবদিহিতার আওতায় আনা। বিভিন্ন মন্ত্রণালয়গুলো তারা যেন তাদের যে বাজেটগুলো থাকে এবং বিভিন্ন খাতে সেটা যেন তারা ঠিকমত বাস্তবায়িত করতে পারে।

বহুল প্রত্যাশার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ৩ জুন জাতীয় সংসদে উত্থাপিত হবে।

Bootstrap Image Preview