Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় ‘ইয়াস’: কুকুর-বিড়ালকে বাড়িতে আশ্রয় দেয়ার অনুরোধ আতিকুলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২১, ১২:৩২ AM
আপডেট: ২৬ মে ২০২১, ১২:৩৪ AM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এগিয়ে আসছে। এর প্রভাবে সারা দেশেই বিরূপ আবহাওয়া দেখা দিয়েছে। এ সময় রাস্তার কুকুর-বিড়াল কারো বাড়িতে আশ্রয় নিলে তাদের প্রতি খারাপ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা উওর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন। ছবিটি পিপল ফর এনিম্যাল ওয়েলফেয়ার (প্য) নামে একটি সংগঠনের। সেখানে তারা ঝড়ের কারণে আশ্রয় নেয়া কুকুর ও বিড়ালের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছে। ছবিতে লেখা ছিল ‘বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ইয়াস নামক ঝড়। কিছু সময়ের জন্য রাস্তার কুকুর বিড়াল আপনার বাসার সিঁড়িঘরে বা অন্য কোথাও আশ্রয় নিতে চাইলে তাদের আশ্রয় দিন।’

‘প্য’ তাদের ফেসবুক পেইজে উল্লেখ করেছে, শুধু কুকুর বা বিড়াল নয়, পাখিদের ক্ষেত্রেও যেন একটু আশ্রয় দেয়া হয়।

মেয়র এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘সবাই মিলে গড়ে উঠেছে এই শহর। মানুষ ছাড়াও এই শহরে আছে অসংখ্য পশু-পাখি। সুতরাং প্রাকৃতিক দুর্যোগের সময় নিরীহ পশু-পাখিদের সাথে মানবিক আচরণ করুন, তাঁদের আশ্রয় দিন, রক্ষায় এগিয়ে আসুন।’

সংক্রামক ব্যধি নিয়ন্ত্রণ ইউনিটের (সিডিসি) জলাতঙ্ক নির্মূল কর্মসূচির তথ্য অনুযায়ী, রাজধানীতে পথকুকুরের সংখ্যা ৪৮ হাজার ৫১২টি; এর মধ্যে উত্তরে ২২ হাজার ২৫৩ এবং দক্ষিণে ২৬ হাজার ২৫৯টি। অর্থাৎ ঢাকায় প্রতি ১০০ জনে কুকুরের সংখ্যা ০.৩ এর কম।

Bootstrap Image Preview