Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের সিদ্ধান্তের বিষয়ে কোনো দেশের রাষ্ট্রদূতের বক্তব্য অপ্রাসঙ্গিক: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২১, ০৭:৫৮ PM
আপডেট: ২৫ মে ২০২১, ০৭:৫৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো দেশের রাষ্ট্রদূতের বক্তব্য অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বাংলাদেশের পাসপোর্ট থেকে 'ইসরায়েল ব্যতীত' শব্দটি বাদ দেওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের সিদ্ধান্তের বিষয়ে কে কী বলল, তা আমার কাছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। আমরা আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী চলি। আমরা একটি সার্বভৌম দেশ। আমরা যা করব তা আমাদের সিদ্ধান্তেই করব।'

রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সোমবার (২৪ মে) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ শর্তটি বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। একইসঙ্গে তিনি বাংলাদেশের সিদ্ধান্তকে সংশোধনের আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনির রাষ্ট্রদূত বলেছেন, ‘বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। আমরা দেশটিকে শ্রদ্ধা করি। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তবে এটি অগ্রহণযোগ্য, এটি অবশ্যই অগ্রহণযোগ্য।’

বাংলাদেশের ই-পাসপোর্টে মাস ছয়েক আগে ‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ কথাটি বাদ দেওয়া হয়েছে। রোববার (২৩ মে) দেশে গুঞ্জন ওঠে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়াচ্ছে ঢাকা।

এমন খবরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ আগের অবস্থানেই আছে। ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ পররাষ্ট্রনীতির পরিবর্তন করবে না।

বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়ায় বিষয়টি এক টুইট বার্তার মাধ্যমে আলোচনায় আনেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলার্ড কোহেন।

শনিবার (২২ মে) এক টুইট বার্তায় গিলার্ড কোহেন লেখেন, ‘বড় খবর। ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে বাংলাদেশ। এটি স্বাগত পদক্ষেপ। আমি বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানাই। আশা করি, এতে আমাদের উভয় দেশের জনগণ উপকৃত ও সমৃদ্ধ হতে পারে।’

এ টুইট বার্তার পরিপ্রেক্ষিতে রোববার (২৪ মে) বিকেলে এক বিবৃতিতে ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ সরকার নিজের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল কথাটি বাদ দেওয়া হ‌লেও দেশ‌টিতে ভ্রম‌ণ নিষেধাজ্ঞা অপরিবর্তিত রে‌খে‌ছে সরকার। একইস‌ঙ্গে ইসরা‌য়ে‌লের স‌ঙ্গে কূটনৈতিক সম্প‌র্কের ক্ষে‌ত্রেও বিচ্যুত হয়‌নি সরকার।

এরপর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে হয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে। পররাষ্ট্রমন্ত্রী তখন জানান, পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাদ দেওয়া মানে দেশটিকে স্বীকৃতি দেওয়া নয়। বাংলাদেশ আগের অবস্থানেই আছে।

ঢাকায় এমন পরিস্থিতির মধ্যে সোমবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ শর্তটি বাদ দেওয়ার বিষয়টিকে ভালো খবর হিসেবে অ্যাখ্যা দিয়েছে। দেশটি বলছে, নতুন বন্ধুদের স্বাগত জানানোর প্রত্যাশায় রয়েছে তারা।

Bootstrap Image Preview