Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বাস্থ্যবিধি মেনে সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২১, ০১:২৫ PM
আপডেট: ২৪ মে ২০২১, ০১:২৫ PM

bdmorning Image Preview


চলমান করোনাভাইরাসের নিষেধাজ্ঞার মধ্যে ৪৯ দিন বন্ধ থাকার পর দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে সদরঘাট থেকে সোমবার (২৪ মে) সকালে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। এ ব্যাপারে রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাজধানীর সদরঘাট ঘুরে সোমবার সকালে দেখা যায়, সকাল থেকে চাঁদপুরের উদ্দেশে লঞ্চ ছেড়ে গেছে। চাঁদপুরসহ এর আশেপাশের কয়েকটি জেলার মানুষের ঢাকায় যাওয়ার প্রধান বাহন হচ্ছে লঞ্চ। লঞ্চে যাতায়াত আরামদায়ক এবং সহজ হওয়ায় চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুরের কিছু এলাকার মানুষ এই রুটে যাতায়াত করেন। মুন্সিগঞ্জের কাঠপট্টিও যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে গেছে।

অনেক যাত্রী বলেন, সরকার লঞ্চ-বাস চলাচল চালু করায় আমাদের ভোগান্তি অনেক কমেছে। এর আগে গত ঈদে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য আসতে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়েছে। আমাদের কয়েক ধাপে ভেঙে এবং ২০০ টাকার জায়গায় প্রায় ২ হাজার টাকার মতো খরচ হয়েছে।

এছাড়া, সোমবার সকাল সাড়ে ৭টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া এবং বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

ঢাকা-বরিশালসহ ৩৪টি জেলায় লঞ্চ ও স্টিমারগুলোর দীর্ঘদিন অলস পড়ে থাকায় সেগুলো পরিষ্কার করে চলাচলের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview