Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুপুর ১২টায় সুন্দরবনে আগুন লেগেছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২১, ০৫:৩৪ PM
আপডেট: ০৩ মে ২০২১, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


তিন মাসের ব্যবধানে বাগেরহাটের সুন্দরবনে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার আগুন লেগেছে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সোমবার দুপুর ১২টার দিকে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার নিউজবাংলাকে বলেন, ‘মোড়েলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের সহযোগিতা করছেন বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজন।’

তবে কীভাবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ জায়গাজুড়ে আগুন ছড়িয়েছে, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য আমরা আগুনের চারপাশে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশা করি খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।’

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় চার শতক বনভূমি পুড়ে যায়।

Bootstrap Image Preview