Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারের হিমছড়ি সৈকতে আবারো ভেসে এলো মৃত তিমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২১, ০৮:২৮ PM
আপডেট: ০২ মে ২০২১, ০৮:২৮ PM

bdmorning Image Preview


কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ২২ দিনের মাথায় আরও একটি মৃত তিমি ভেসে এসেছে।

রোববার বিকেল চারটার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্টে পানিতে ভাসমান অবস্থায় জেলেরা তিমিটি দেখতে পায়। এ নিয়ে এক মাসের মধ্যে এ সৈকতে তিনটি মৃত তিমি ভেসে এল।

স্থানীয় লোকজনের বারাত দিয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, ভেসে আসা তৃতীয় তিমিটি আগেরগুলোর চেয়ে ছোট। এর আকার ২০ থেকে ২২ ফুটের মতো। তবে মাথা ও লেজ নেই। এটি প্রায় পচে-গলে গেছে।

এই তিমিটিও অন্য দুটির মতো সৈকতে পুঁতে ফেলা হবে বলে জানান ইউএনও।

কক্সবাজার দক্ষিণ বিভাগের বন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আগের দুটি তিমির চেয়ে এটির বেশ কিছু অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে, তিমিটি তিন থেকে চার সপ্তাহ আগে গভীর সমুদ্রে মারা গেছে।

জোয়ারের কারণে মৃত তিমিটি উদ্ধারে কাজ শুরু করা যাচ্ছে না বলেও জানান তিনি।

এর আগে ৯ ও ১০ এপ্রিল এ সমুদ্র সৈকতে দুটি মৃত তিমি ভেসে আসে। এর মধ্যে একটি তিমি দৈর্ঘে্য ৪৪ ফুট ও প্রস্থে ২৬ ফুট ছিল। অন্য তিমিটির দৈর্ঘ্য ৪২ ফুট ও প্রস্থ ছিল ১৪ ফুট।

Bootstrap Image Preview