Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লকডাউনে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ০১:০২ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০২১, ০১:০২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যতদিন লকডাউন চলবে ততদিন যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী নৌযান চলবে।

শনিবার (৩ এপ্রিল) রাতে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ তথ্য জানান।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মহামারি সামাল দিতে সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, লকডাউন ঘোষণার প্রস্তাব শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে রোববার সকালের দিকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

Bootstrap Image Preview