Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি: পুলিশ মহাপরিদর্শক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৭:০১ PM
আপডেট: ৩১ মার্চ ২০২১, ০৭:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিতর্ক এড়াতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি। কারণ তারা অনস্পটে ছিলেন না।

বুধবার (৩১ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হেফাজতের হরতালে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতেই হেফাজতে ইসলামের এই নাশকতা। যারা হামলা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, যারা হামলা করেছে, তাদেরকে মামলায় অন্তভুর্ক্ত করা হয়েছে। যদি নির্দেশদাতা থাকে তারাও আসবে। আমরা নির্দেশদাতা কাউকে বাদ দিচ্ছি না। যারা অনস্পট হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তদন্তের সময়ে যারা নির্দেশ দিয়েছেন তারাও আসবেন।

Bootstrap Image Preview